Cricket
নিজের নাম পরিবর্তন করেছেন এই ছয় ক্রিকেটার, তালিকায় রয়েছেন দুই ভারতীয়
ব্যক্তির আসল পরিচয় হয় তার নামে। তবে কোন ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নাম পরিবর্তন করেন না, ঠিক তেমনই কয়েকজন ক্রিকেটারও কোন কারণে তাদের নাম পরিবর্তন করেছিলেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই নাম পরিবর্তন করা ৬ ক্রিকেটারের সম্পর্কে –
১) আজগর আফগান:
বর্তমান আফগানিস্তানের তিনটি ফর্ম্যাটেই নেতৃত্বে রয়েছে আজগর আফগান। তবে তিনি যখন নবাগত ছিলেন, তার নাম ছিল আসগর স্টানিকজাই। হঠাৎ করেই তিনি কোনও কারণ প্রকাশ না করেই আসগর স্টানিকজাই থেকে আসগর আফগান নাম বদলের সিদ্ধান্ত নেন।
২) মহম্মদ ইউসুফ:
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে আমরা অনেকেই জানি তার নাম এর আগে ইউসুফ ইউহানা ছিল এবং তিনি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
৩) মনসুর আলী খান পতৌদি:
পতৌদি বংশের ষষ্ঠ নবাব হিসেবে পরিচিত ছিলেন মনসুর আলী খান। ভারত সরকার দ্বারা রাজপুত্র উপাধি বন্ধ করার কারণে, তাকে নাম পরিবর্তন করতে হয়েছিল। তিনি পূর্বে নবাব পতৌদি জুনিয়র নামে পরিচিত ছিলেন, এরপরে তিনি মনসুর আলী খান পতৌদি নামে পরিচিত হন।
৪) বব উইলস:
বব উইলস হলেন ইংল্যান্ডের বিখ্যাত ফাস্ট বোলার, তার দ্রুত বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন। যখন তিনি ক্যারিয়ার শুরু করেন তার নাম ছিল জর্জ উইলস। কিন্তু তিনি সেই সময় দুর্দান্ত সঙ্গীতশিল্পী বব ডিলানের বিশাল অনুরাগী ছিলেন তাই নিজেও ববের নাম গ্রহণ করে বব উইলসন রাখেন।
৫) তিলকরত্নে দিলশান:
তিলকরত্নে দিলশানের “দিলস্কুপ” সারা বিশ্বে বিখ্যাত। তবে তিনি শ্রীলঙ্কার এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে বাবা ছিলেন মুসলিম, আর মা বৌদ্ধ। প্রথমে তার নাম ছিল তুয়ান মহম্মদ দিলশান। কিন্তু বাবা মায়ের বিচ্ছেদের পরে, দিলশান তাঁর মায়ের ধর্ম গ্রহণ করেছিলেন। তাই তিনি মহম্মদকে তাঁর নাম থেকে সরিয়ে তিলকারত্নে যুক্ত করেন।
৬) মহম্মদ শামি:
বর্তমানে ভারতীয় দলে অন্যতম সেরা ভরসাযোগ্য ফাস্ট বোলার হয়ে উঠেছেন মহম্মদ শামি। তবে এর আগে তিনি জাতীয় দলে অভিষেক করেছিলেন শামি আহমেদ নামে। বিগত কয়েক বছর আগে তিনি হাঁটুর চোটে ভুগছিলেন। এরপর প্রায় ১৮ মাস পরে দলে ফিরে আসেন নতুন নাম নিয়ে।
