Cricket
পাঁচ ভারতীয় ক্রিকেটার যারা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ওপেন করেছেন
বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল ভারত। আর এই দলে অলরাউন্ডারের শেষ নেই। কখনো তারা ব্যাট হাতে অথবা বল হাতে জ্বলে উঠতে পারে। তবে কিছু ম্যাচে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল যেখানে সেই সকল অলরাউন্ডাররা কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে, দুই বিভাগেই ওপেনিং করেছেন।
আজকের প্রতিবেদনের চলুন জেনে নেওয়া যাক, যে পাঁচ ভারতীয় ক্রিকেটার দলের হয়ে বোলিং এবং ব্যাটিং বিভাগে ওপেনিং করেছেন –
১) রজার বিন্নি:
ভারতীয় ফাস্ট বোলার রজার বিন্নি জাতীয় দলের হয়ে ৭২টি ওডিআই ম্যাচ খেলে ৭৭টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তিনি দুবার ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২১ এবং দ্বিতীয় ম্যাচে ৩১ রান করেন। তবে দুটি ম্যাচই ভারতীয় দল পরাজিত হয়।
২) মনোজ প্রভাকর:
বিখ্যাত অলরাউন্ডার মনোজ প্রভাকর ভারতীয় দলের হয়ে ১৩০ টি ওডিআই ম্যাচ খেলেন। পরিসংখ্যানের কথা বললে, ২টি সেঞ্চুরিসহ ১৮৫৮ রান করেছেন ও তার ঝুলিতে রয়েছে ১৫৭টি উইকেট। এর মধ্যে ৪৫টি ম্যাচে ওপেনিং করার দায়িত্ব পেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হয়ে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়।
৩) ইরফান পাঠান:
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ইরফান পাঠান জাতীয় দলের হয়ে ১২০টি ওডিআই ম্যাচ খেলেন এবং দেড় হাজারের বেশি রান সহ ১৭৩টি উইকেট নেন। টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে তাকে একটি ম্যাচে ব্যাট হাতে ওপেনিং করার দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু সেই ম্যাচটি ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয়।
৪) বীরেন্দ্র সেহবাগ:
ভারতীয় দলের মারকুটে ওপেনার বীরেন্দ্র সেহবাগ, জাতীয় দলের হয়ে তিনি ২৫১টি ওডিআই ম্যাচ খেলে ১৫টি সেঞ্চুরিসহ ৮ হাজারেরও বেশি রান করেছেন এবং বল হাতে ৯৬টি উইকেট নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ওপেনিংয়ে বল করার সুযোগ পেয়েছিলেন এবং ওই ম্যাচটি ভারতীয় দল ৭৭ রানে পরাজিত হয়।
৫) কপিল দেব:
বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বিখ্যাত অলরাউন্ডার রূপে পরিচিত ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ২২৫টি ওডিআইতে ২৫৩টি উইকেট সহ ৩৭৮৩ রান করেন। ১৯৯২ সালের বিশ্বকাপে তিনি একবার ব্যাট হাতে (১০) ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় দল বৃষ্টির কারণে ৫৫ রানে জয়ী হয়।
