একটি টেস্ট ইনিংসে সর্বোচ্চ বলের মুখোমুখি হয়েছেন যে ৫ ভারতীয় ব্যাটসম্যান

ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট সর্বোচ্চ মানদণ্ডরূপে বিবেচিত। এই পাঁচ দিনের লড়াইয়ে ব্যাটসম্যানদের আসল ধৈর্যের পরীক্ষা হয়। তবে ভারতীয় দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা হয়তো টেস্ট ক্রিকেটের জন্যই জন্মেছিলেন। আদর্শ টেস্ট ক্রিকেটার বললেও কোনো ভুল হবেনা।

আজকের প্রতিবেদনে রয়েছে, একটি টেস্ট ইনিংসে সর্বোচ্চ বলের মুখোমুখি হয়েছেন যে পাঁচ ভারতীয় ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) চেতেশ্বর পুজারা: ৫২৫ বল

Pujara proves thorn in Australia's side | cricket.com.au

একমাত্র ভারতীয় হিসেবে ৫০০-রও বেশি বলের মুখোমুখি হয়েছেন চেতেশ্বর পুজারা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৫০৫ বলে ২০২ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। এই সময়ে তিনি ক্রিজে টিকে ছিলেন ৬৬৮ মিনিট।

২) রাহুল দ্রাবিড়: ৪৯৫ বল

Today In 2004, Rahul Dravid Brought Pakistan To Their Knees In The Rawalpindi Heat As India Made Merry

‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০০৪ সালে পাকিস্তান সফরে তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২৭০ রানের ইনিংস খেলেছিলেন। এই সময়ে ৪৯৫ বলের মুখোমুখি হন এবং তিনি দীর্ঘ ৭৪০ মিনিট ক্রিজে টিকে ছিলেন।

৩) নবজ্যোত সিং সিধু: ৪৯১ বল

Top 6 players with most sixes in a Test innings for India

প্রাক্তন ভারতীয় ওপেনার নবজ্যোত সিং সিধু এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৪৯১ বলের মুখোমুখি হয়ে ২০১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। এই সময় তিনি ক্রিজে ব্যয় করেন ৬৭৩ মিনিট।

৪) রবি শাস্ত্রী: ৪৭৭ বল

On this day in 1985: Ravi Shastri hits the fastest double-century in first class cricket - Sport360 News

বর্তমান ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৪৭৭ বলের মুখোমুখি হয়ে ২০৬ রান করেছিলেন। এই সময় তিনি ক্রিজে ব্যয় করেন ৫৭২ মিনিট।

৫) সুনীল গাভাস্কার: ৪৭২ বল

Sunil Gavaskar Still Doesn't Know Why He Was Axed As Test Captain After Winning Against WI

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১০,০০০ রান সংগ্রহকারী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৪৭২ বলের মুখোমুখি হয়ে ১৭২ রান করেছিলেন। এই সময়ে তিনি ক্রিজে ব্যয় করেন ৭০৮ মিনিট।