বলিউডের এমন পাঁচটি সিনেমা, যা বিশ্বের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে, কেন জানেন?

Bollywood Banned Films Abroad: বলিউড আমাদের বহু চলচ্চিত্র উপহার দিয়েছে যা ভারত তথা বহির্বিশ্বেও সমানভাবে সমাদৃত এবং বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। কিন্তু এত সাফল্য লাভ করার পরেও বলিউডের এমন কয়েকটি সিনেমা রয়েছে যা বলিউডে হিট হলেও বিদেশে তা ব্যান হয়েছিল। তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

Image

‘দ্য কাশ্মীর ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত একটি ভারতীয় হিন্দি ভাষার নাটকীয় চচ্চিত্র।চলচ্চিত্রটি কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নকে চিত্রিত করে। ২০২২ সালে মুক্তির পর সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়। এ বিষয়ে সিঙ্গাপুর সরকার একটি বিশেষ রিপোর্ট জারি করে বলেন, উসকানিমূলক এবং একতরফাভাবে মুসলিম বিদ্বেষ দেখানো হয়েছে। এই শ্রেণি বিভাজনের কারণে প্রত্যাখ্যান করেছে সিনেমাটি।

Image

‘বেল বটম’ সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। স্পাই ও থ্রিলার জাতীয় সিনেমাটি মুক্তি পায় ২০২১ এর ১৯শে অগাস্ট। আশির দশকে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে ‘বেল বটম’ টি উপস্থাপিত হয়। সংবাদ সূত্রে জানা যায়, ইতিহাস বিকৃতির অভিযোগে সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, কুয়েত ও কাতার। 

Image

‘পদ্মাবতী’ সিনেমাটির নির্মাণের শুরু থেকে নানা কারণে বিতর্কে জড়ায়। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুর অভিনীত এ সিনেমা পরিচালনা করেন সঞ্জয়লীলা বানসালি। ২০১৮ সালে মুক্তির পর সিনেমা মালয়েশিয়াতে নিষিদ্ধ করা হয়। কারণ হিসেবে মালয়েশিয়ান সরকার রিপোর্টে বলেন ‘আলাউদ্দিন খিলজিকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।’ 

Image

‘কুরুপ’ মালায়ালাম ভাষার সিনেমা। শ্রীনাথ রাজেন্দ্র নির্মিত এ সিনেমায় অভিনয় করেন দুলকার সালমান, ইন্দ্রজিত, অনুপমা পরমেশ্বর প্রমুখ। গত বছরের শেষের দিকে মুক্তি পায় এটি। সিনেমাটিতে একজন অপরাধীকে দেখানো হয়। তিনি ভারত থেকে পালিয়ে কুয়েতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। আর এজন্য সিনেমাটি কুয়েতে প্রদর্শন নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

Image

‘প্যাডম্যান’ ছবিটি ভারতের বক্স অফিসে প্রবল সাফল্য লাভ করলেও এটিও একটি দেশে নিষিদ্ধ। ২০১৮ সালে মুক্তি পাওয়া’প্যাডম্যান’ ছবিটিতে অভিনয় করেন সোনম কাপুর ও রাধিকা আপ্টে। যে বিষয়কে পর্দায় তুলে ধরা হয়েছে তা নিয়ে এখনও সামাজিক ট্যাবু রয়েছে। কিন্তু এটি কুয়েত বা পাকিস্তানের মতো দেশে নিষিদ্ধ। এ কারন হিসেবে ‘দ্য ফেডারেল সেন্সর বোর্ড’-এর সদস্য ইশক আহমেদ বলেন, ‘‘এমন কোনও ছবি দেখানোর অনুমতি আমরা দিতে পারি না, যা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির বিরোধী।’’