বিশ্বের ৫ ব্যাটসম্যান, যাদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইকরেট রয়েছে, তালিকায় দুই ভারতীয়

সীমিত ওভারের থেকে টেস্ট ক্রিকেট পুরোপুরি আলাদা। এখানে ব্যাটসম্যানদের আসল ধৈর্যের পরীক্ষা হয় ও তারা দীর্ঘ লড়াইয়ে ক্রিজে টিকে থাকার চেষ্টা করেন। তবে এমন কয়েকজন ব্যাটসম্যান ছিলেন যারা টেস্ট ক্রিকেটেও মারমুখী ব্যাটিং করতেন। স্বাভাবিকভাবে অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তাদের স্ট্রাইকরেট অনেকটাই বেশি।

☞ বিশ্বের ৫ ব্যাটসম্যান, যাদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্ট্রাইকরেট রয়েছে (কমপক্ষে যাদের রান ৫ হাজার):-

) ডেভিড ওয়ার্নার: ৭২.৬৯  স্ট্রাইক রেট 

David Warner celebrates ton before lunch at the SCG - ABC News (Australian  Broadcasting Corporation)

বর্তমানে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার আক্রমনাত্মক ব্যাটিং অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে। এখনো পর্যন্ত তিনি ৮৬ টেস্টে ৭২.৬৯ স্ট্রাইক রেট নিয়ে ৭৩১১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৪টি সেঞ্চুরি। 

৪) অ্যাডাম গিলক্রিস্ট: ৮১.৯৬ স্ট্রাইক রেট

Gilchrist recalls his greatest century | cricket.com.au

সীমিত ওভারের ক্রিকেটে ওপেনারের ভূমিকায় দেখা গেলেও টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাটিংয়ে ঝড় তুলতেন অ্যাডাম গিলক্রিস্ট। তার ঝড়ো ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার জয় পেয়েছে। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৯৬ টেস্টে ৮১.৯৬ স্ট্রাইক রেট নিয়ে ৫৫৭০ রান করেছেন। এর পাশাপাশি তার ব্যাট থেকে ১৭টি দুরন্ত সেঞ্চুরি। 

৩) বীরেন্দ্র শেহবাগ: ৮২.২৩ স্ট্রাইক রেট

Pause, rewind, play: Even in defeat, Virender Sehwag's 195 at MCG remains  an extraordinary innings

সীমিত ওভার হোক বা টেস্ট ক্রিকেট – সকল ফরম্যাটেই মারমুখী ব্যাটিং করতেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ। তার ২৩টি সেঞ্চুরির মধ্যে ৭টি সেঞ্চুরি এসেছে ১০০টিরও কম বলে – যা একটি বিশ্ব রেকর্ড। পরিসংখ্যানের কথা বললে, শেহবাগ ১০৪ টেস্টে ৮২.২৩ স্ট্রাইক রেট নিয়ে ৮৫৮৬ রান করেছেন। 

২) ভিভ রিচার্ডস: ৮৬.০৭ স্ট্রাইক রেট

Why everybody wanted to be 'King of Cool' Viv Richards

ভিভ রিচার্ডস বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যার টেস্ট ক্রিকেটে ৫০ ব্যাটিং গড় সহ ৮০-র ওপরে স্ট্রাইক রেট রয়েছে। পরিসংখ্যানের কথা বললে, তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২১ টেস্টে ৮৬.০৭ স্ট্রাইক রেট নিয়ে ৮৫৪০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৪টি দুর্দান্ত সেঞ্চুরি। 

১) কপিল দেব: ৯৪.৭৬ স্ট্রাইক রেট 

Kapil Dev says he was better athlete than Richard Hadlee, Ian Botham and  Imran Khan - myKhel

বিশ্বের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে কপিল দেব অন্যতম। তিনিই একমাত্র ভারতীয় ফাস্ট বোলার যার নামে ৪০০ টির বেশি উইকেট রয়েছে। তবে ব্যাট হাতেও অসাধারণ ছিলেন। পরিসংখ্যানের কথা বললে, এই তালিকায় প্রথম স্থানে থাকা কপিল দেব ১৩১ টেস্টে ৯৪.৭৬ স্ট্রাইক রেট নিয়ে ৫২৪৮ রান করেছেন। এছাড়াও তার নামের পাশে ৮টি সেঞ্চুরি রয়েছে।