বিদেশের মাটিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে যে পাঁচ ব্যাটসম্যানের

ক্রিকেটে সেঞ্চুরি করা যে কোন ব্যাটসম্যান এর পক্ষে অতি সম্মানের ব্যাপার। তবে বিদেশের মাঠে প্রতিকূল পরিবেশে সেঞ্চুরি হাঁকানো মুখের কথা নয়। কয়েকজন ব্যাটসম্যান ছিলেন যারা বিদেশের মাটিতেও খাপ খাইয়ে চলতে পারতেন। সেঞ্চুরির কথা বললে শচীন টেন্ডুলকারের নাম প্রথমে আসে কারণ আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক তিনি।

তবে আজকের প্রতিবেদনে রয়েছে, বিদেশের মাটিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে যে পাঁচ ব্যাটসম্যানের; এই তালিকায় রয়েছেন দুই ভারতীয়।

৫) কুমার সাঙ্গাকারা: ২৪ সেঞ্চুরি

Image result for kumar sangakkara test

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কুমার সাঙ্গাকারা টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৫৩৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ৬৩টি সেঞ্চুরি, তবে বিদেশের মাঠে হাঁকিয়েছেন ২৪টি সেঞ্চুরি। 

৪) রিকি পন্টিং: ২৬ সেঞ্চুরি

Image result for Ponting ODI cricket

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানো তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্যাপ্টেন টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৫৪৩টি ম্যাচ খেলে ৭১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন যার মধ্যে ২৬টি বিদেশের মাঠে। 

৩) জ্যাক কালিস: ২৭ সেঞ্চুরি

Image result for Jack Kallis century

বিদেশের মাটিতে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৪৯৪টি ম্যাচ খেলে ৬২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন যার মধ্যে ২৭টি বিদেশের মাঠে।

২) বিরাট কোহলি: ৩৪ সেঞ্চুরি

Image result for Virat Kohli

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে সেঞ্চুরি করে রেকর্ড রয়েছে তার নামে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন; যার মধ্যে রয়েছে ৩৪টি বিদেশের মাটিতে। 

১) শচীন টেন্ডুলকার: ৪১ সেঞ্চুরি

Image result for Sachin test

ক্রিকেটে একমাত্র শততম সেঞ্চুরির মালিক হলেন শচিন টেন্ডুলকার। তার রেকর্ড ভাঙ্গা মোটেই সহজ নয়। এই কিংবদন্তী ব্যাটসম্যান টেস্ট এবং ওডিআই মিলিয়ে মোট ৬৬৩টি ম্যাচ খেলে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৪১টি বিদেশের মাটিতে।