Cricket
ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই পাঁচ ব্যাটসম্যান
প্রতিটি তরুণ ক্রিকেটারদের স্বপ্ন থাকে তার নিজের দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা। এমন অনেক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা খুবই অল্প বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে তাদের প্রতিভাকে মেলে ধরেন। আজকের আলোচ্য বিষয়ে রয়েছে, সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে পাঁচ খেলোয়াড়! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-
৫) সুরেশ রায়না: ২১ বছর ২১১ দিন
প্রাক্তন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় দলে জায়গা করেছিলেন। ২০০৮ সালে এশিয়া কাপে হংকং এর বিরুদ্ধে মাত্র ৬৬ বলে সেঞ্চুরি করেছিলেন। এটি কোন ভারতীয় ব্যাটসম্যানের প্রথম দ্রুততম সেঞ্চুরি। এই সময় তার বয়স ছিল ২১ বছর ২১১ দিন।
৪) শচীন টেন্ডুলকার: ২১ বছর ১৩৮ দিন
মাত্র ১৬ বছর বয়সে ওয়ানডেতে অভিষেক করা শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রয়েছে। যদিও তার প্রথম সেঞ্চুরি হতে দীর্ঘ সময় লেগেছিল। ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই সেঞ্চুরি (১১০ রান ১৩০ বলে) করেছিলেন। এই সময় তার বয়স ছিল ২১ বছর ১৩৮ দিন।
৩) যুবরাজ সিং: ২১ বছর ১২০ দিন
প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ওয়ানডে অভিষেক করেছিলেন। তবে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এসেছিল ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচে তিনি ৮৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেই সময় তার বয়স ছিল ২১ বছর ১২০ দিন।
২) বিরাট কোহলি: ২১ বছর ৪৯ দিন
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক ‘রান মেশিন’ বিরাট কোহলি। কোহলি মাত্র ২০ বছর বয়সে ২০০৮ সালে ওয়ানডেতে অভিষেক করেন। তার প্রথম সেঞ্চুরিটি এসেছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তখন তার বয়স ছিল ২১ বছর ৪৯ দিন। এই ইনিংসে তিনি ১১৪ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ রান করেছিলেন।
১) বিনোদ কাম্বলি: ২১ বছর
ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন বিনোদ কাম্বলি। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার জন্মদিনেই ২১ বছর বয়সে ১০০ রানের অপরাজিত একটি স্মরণীয় ইনিংস খেলেন। কাম্বলির এই রেকর্ডটি গত ২৭ বছর ধরে কোন ভারতীয় ব্যাটসম্যান ভাঙতে পারেনি।
