বলিউডের এই বিখ্যাত ১০ তারকা, যারা ভারতের নাগরিকই নন!

বলিউডে একাধিক তারকা রয়েছেন যাদের কাছে ভারতীয় নাগরিকত্ব নেই। হয়তো আপনি এও ভেবেছিলেন আপনার প্রিয় বলিউড অভিনেতা অভিনেত্রীরা সবাই ভারতীয়! কিন্তু অনেক জনপ্রিয় তারকা রয়েছেন যারা ভারতীয় নন। এই প্রতিবেদনে বিখ্যাত ১০ জন বলিউড তারকার কথা তুলে ধরা হয়েছে।

১) দীপিকা পাড়ুকোন: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী, চমৎকার নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার অভিজ্ঞতা রয়েছে। বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন। তার ডেনিশ নাগরিকত্ব রয়েছে কিন্তু তিনি বেঙ্গালুরুতে বড় হয়েছেন।

২) অক্ষয় কুমার: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া, তিনি পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করলেও ভারতীয় নন। তার কাছে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে। দিল্লিতে বেড়ে ওঠা, এই বিখ্যাত অভিনেতা তার অভিনয় দিয়ে সকলের মন জয় করে আসছেন গত দুই-তিন দশক ধরে।

৩) আলিয়া ভাট: বিখ্যাত পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটও ভারতীয় নন, এই দুর্দান্ত অভিনেত্রী বাস্তবে একজন ব্রিটিশ নাগরিক। তার মা সোনি রাজদানও ব্রিটেনবাসী।

৪) ক্যাটরিনা কাইফ: বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। জানা যায় সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এই বিদেশী অভিনেত্রী। বাবা কাশ্মীরি হলেও ক্যাটরিনার জন্ম হংকংয়ে। তার কাছে ব্রিটিশ নাগরিকত্বও রয়েছে।

৫) ইমরান খান: বলিউডের পারফেক্টনিস্ট আমির খানের ভাগ্নে ইমরান খান, জানে তু ইয়া জানে না চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। যাই হোক তিনি একজন মার্কিন নাগরিক। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর মুম্বাইয়ে চলে আসেন ইমরান খান।

৬) জ্যাকলিন ফার্নান্ডেজ: শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডে নিজস্ব জায়গা করে নিয়েছেন কিন্তু এখনো ভারতীয় নাগরিকত্ব পাননি। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। জ্যাকলিন শ্রীলঙ্কার নাগরিক হলেও তার জন্ম বাহরাইনে।

৭) সানি লিওনি: প্রাক্তন পর্নস্টার এবং পুরুষদের হৃদয়ে ঝড় তোলা সানি লিওনিও ভারতীয় নন। তার কাছে কানাডা ও আমেরিকার নাগরিকত্ব রয়েছে। সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর।

৮) নার্গিস ফাকরি: নার্গিস ফাকরির বাবা পাকিস্তানি এবং মা সেজ। এদিকে তিনি একজন আমেরিকান মডেল ও তার মার্কিনী নাগরিকত্ব রয়েছে।

৯) ইভলিন শর্মা: ইভলিন শর্মা একজন জার্মান মডেল ও অভিনেত্রী। তার বাবা হিন্দু পাঞ্জাবী হলেও মা জার্মান। সেখানেই বড় হয়ে ওঠেন ইভলিন এবং তার কাছে জার্মান নাগরিকত্ব রয়েছে।

১০) অ্যামি জ্যাকশন: অ্যামি জ্যাকসান একজন ব্রিটিশ অভিনেত্রী মডেল হলেও প্রধানত তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় চলচ্চিত্রে কাজ করার জন্য সুপরিচিত। তিনি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ২.০ (২০১৮) সিনেমায় অভিনয় করেছেন।