Cricket
পাঁচ ভারতীয় ক্রিকেটার যারা প্রথম আন্তর্জাতিক ম্যাচেই অধিনায়ক হয়েছিলেন
প্রতিটি ক্রিকেটারের সাফল্যের ওপর বিচার করে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। কয়েকজন সৌভাগ্যবান ক্রিকেটার ছিলেন যারা প্রথম ম্যাচেই ভারতের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন।
আজকের প্রতিবেদনে রয়েছে সেই পাঁচ ভারতীয় ক্রিকেটার, যারা প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন! এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-
সি কে নাইডু:
১৯৩২ সালে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পান সি কে নাইডু। এরপর তিনি ভারতীয় দলকে চারটি টেস্টে নেতৃত্ব দেন, যার মধ্যে একটি টেস্ট ড্র এবং ভারতকে ৩ ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।
মহারাজ কুমার ভিজিয়ানগরাম: সি কে নাইডু পরে মহারাজ কুমার ভিজিয়ানগরামও প্রথম টেস্টেই অধিনায়ক হয়েছিলেন। ১৯৩৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের সময় তিনি অধিনায়কের দায়িত্ব হাতে পান।
ইফতিখার আলী খান পতৌদি: প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান ইফতিখার আলী খান পাতৌদি ১৯৪৬ সালে ইংল্যান্ডে অভিষেকের সুযোগ পান। ম্যাচেই তিনি অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। যদিও এর আগে তিনি ইংল্যান্ড এর জাতীয় দলের হয়ে খেলতেন।
অজিত ওয়াদেকার: ১৯৭৪ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ভারতীয় দল। এই ম্যাচে অজিত ওয়াদেকারকে দলের অধিনায়ক করা হয়, এভাবেই তিনি ভারতের প্রথম ওয়ানডে ম্যাচের অধিনায়ক হন।
বীরেন্দ্র শেহবাগ:
খুব কম ক্রিকেটপ্রেমী জানেন যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন বীরেন্দ্র শেহবাগ। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারতীয় দল, এই ম্যাচে শেহবাগ অধিনায়ক হন। ম্যাচটি ভারতীয় দল ৬ উইকেটে জয় লাভ করে।
