৫ জন পার্ট টাইমার যারা মেইন বোলারদের চেয়েও বেশি উইকেট দখল করেছেন

ক্রিকেট ইতিহাসে এমন কয়েকজন খেলোয়াড় ছিলেন যারা দলের প্রয়োজনে বল হাতেও উইকেট নিয়েছেন বারবার। তারা যদি নিয়মিত বোলিং করার সুযোগ পেতেন হয়তো তাদের বোলিং পারফরম্যান্স আরও ভালো হতো। তবে আজকের প্রতিবেদনে রয়েছে, ক্রিকেট ইতিহাসে এমন ৫ জন পার্ট টাইমার বোলার সর্বাধিক উইকেট দখল করেছেন, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) সনাথ জয়সুরিয়া: ৪৪০ উইকেট

10 Bowlers with the Most wicket in ODI Cricket (Updated)

শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া একজন সুযোগ্য স্পিনার হিসেবে যোগদান করার পরে দুর্ধর্ষ ওপেনার হন। এরপর তিনি নিয়মিত সুযোগ না পেলেও পার্ট টাইমার বোলার হিসেবে যথেষ্ট অবদান রেখেছিলেন। প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে শেন ওয়ার্ন-র (২৯৩) চেয়েও তার বেশি উইকেট (৩২৩) রয়েছে।

২) মোহাম্মদ হাফিজ: ২৫০ উইকেট

Pakistan's Hafeez cleared to bowl after remodelling action - ARYSports.tv

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি উইকেট তুলে নেওয়ারও ক্ষমতা রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামে রয়েছে মোট ২৫০টি উইকেট।

৩) শোয়েব মালিক: ২১৮ উইকেট

Shoaib Malik's bowling action under scrutiny - Cricket Country

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। জয়সুরিয়ার মতো তিনিও একজন স্পিনার হিসেবে দলে যোগদান করেন পরবর্তীকালে দুর্দান্ত ব্যাটিং হয়ে উঠেছিলেন। এছাড়া পার্ট টাইমার বোলার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২১৮টি উইকেট নিয়েছেন।

৪) শচীন টেন্ডুলকার: ২০১ উইকেট

5 Bowling Performances By Sachin Tendulkar That Saved India From Jaws Of Certain Defeat

‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন ও অফ স্পিন – দুটোই করতে পারতেন। কখনো কখনো দলের প্রয়োজনে পার্ট টাইম স্পিনার হিসেবে তাঁর দক্ষতা দেখিয়েছেন। ওয়ানডে কেরিয়ারে তার দু’বার ৫ উইকেট রয়েছে। এছাড়াও তার বোলিংয়ের মাধ্যমে ভারতীয় দলকে কয়েকবার অসাধারণ জয় দিয়েছেন।  

৫) অ্যান্ড্রু সাইমন্ডস: ১৬৫ উইকেট

Symonds returns for Proteas clash - ABC News

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত পেলেও সাইমন্ডস বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে এই একগুঁয়েমি প্রকৃতির ক্রিকেটারের কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। তিনি জাতীয় দলের নিয়ম লঙ্ঘন করে বারবার বিতর্কে জড়িয়েছেন। এমনটা না হলে তিনি আরও অনেক বড় মাপের ক্রিকেটার হয়ে উঠতে পারতেন।