আইপিএলে ১০০ রানের আগেই সবচেয়ে বেশিবার অলআউট হয়েছে এই ৭টি দল

১০০ রানে অলআউট! কথাটাই যথেষ্ট ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে। আইপিএলে খেলোয়াড়রা যেমন চার ছক্কা হাঁকিয়ে দলকে বড় করে পৌঁছে দিতে সক্ষম হন তেমনি কখনো কখনো অল্প রানেই গুটিয়ে গেছে পুরো দল। এমনকি ১০০ রানের গণ্ডি পার করতে না পারা সেই সকল আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলির সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হলো।

□ আইপিএলে ১০০ রানের আগেই সবচেয়ে বেশিবার অলআউট হয়েছে যে দলগুলি:

৫) সিএসকে ও কেকেআর: ২ বার

আইপিএলের ইতিহাসে সিএসকে ও কেকেআর দুটিই অন্যতম শক্তিশালী দল। এমনকি উভয়ের মধ্যে কঠিন লড়াই দেখা যায়। চেন্নাই এখনও পর্যন্ত ৪ বার শিরোপা জিতেছে আর অন্যদিকে কেকেআর ২ বার। তবে এই দুটি ধারাবাহিক দল ১০০ রানের নিচে দুবার করে অলআউট হয়েছে। সুপার কিংস এর সর্বনিম্ন স্কোর ৭৯ রান এবং কেকেআরের সর্বনিম্ন স্কোর ৬৭ রান।

৪) পাঞ্জাব কিংস: ৩ বার

আইপিএলে যে দলগুলি এখনো পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি তাদের মধ্যে পাঞ্জাব কিংস অন্যতম। বর্তমানে এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল। ২০১৪ আইপিএল ফাইনালে ঋদ্ধিমান সাহার দুরন্ত সেঞ্চুরিতে দলটি বড় স্কোর করতে সক্ষম হলেও শেষমেষ কেকেআরের কাছে পরাজিত হয়। পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত ৩ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে এবং দলটির সর্বনিম্ন স্কোর ৭৩ রান।

৩) মুম্বাই ও রাজস্থান: ৫ বার

আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স, যা রোহিত শর্মা নেতৃত্বে সর্বোচ্চ ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস আইপিলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল। পরিসংখ্যান বিচার করলে, উভয় দল দুটি মোট ৫ বার ১০০ রানের নিচে স্কোর করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বনিম্ন স্কোর ৮৭ রান আর রাজস্থান রয়্যালসের ৫৮ রান, যা আইপিএলের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৯ বার

আইপিএলের প্রতিবার শক্তিশালী দল তৈরি করার পরেও পয়েন্ট টেবিলের তলানিতে যে দলটি বারবার থাকার অভ্যাস করেছে, সেটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সম্প্রতি দলটির অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি এবং ডু প্লেসিসের নেতৃত্বে এখন আরসিবি প্লে-অফের দৌড়ে রয়েছে। তবে তারা বড় বড় স্কোর করতে সক্ষম হলেও বেশ কয়েকবার অল্প রানে মুখ থুবরে পড়েছে। পরিসংখ্যান বলছে, আরসিবি দল মোট ৯ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে এবং সর্বনিম্ন স্কোর ৪৯ রান, যা আইপিএলের এক লজ্জার রেকর্ড।  

১) দিল্লি ক্যাপিটালস: ১০ বার

সম্প্রতি দিল্লি ক্যাপিটালস ব্যাটিংয়ে উন্নতি করলেও একসময় দলটিকে বারবার অল্প রানেই গুটিয়ে যেতে দেখা গেছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১০ বার ১০০ রানের নিচে অলআউট হয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিকে এখনও পর্যন্ত দলটি একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি। চলতি আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছে। দিল্লি ক্যাপিটালসের সর্বনিম্ন স্কোর ৬৬ রান।