Cricket
৮ ক্রিকেটার যাদের দেখতে হুবহু অন্য সেলিব্রিটিদের মতো, তালিকায় দুই ভারতীয়
ক্রিকেটাররা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং তাদের অনুরাগীরা সব সময় অনুসরণ করেন। তারা কোন সেলিব্রেটিদের চেয়ে কম নয়। তবে এমন ৮ জন ক্রিকেটার রয়েছেন যাদের দেখতে অন্য তারকাদের মতোই হুবহু মিল রয়েছে। চলুন সেই সকল তারকাদের দেখে নেওয়া যাক –
১) বিরাট কোহলি ও আহমেদ শেহজাদ:
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ দেখতে অনেকটা একইরকম। তাদের মুখ থেকে দাড়ি স্টাইল পর্যন্ত, দুজনেরই প্রচুর মিল রয়েছে। তবে স্টাইল, চেহারা এবং আরও অনেক কিছুর দিক থেকে সাদৃশ্য থাকলেও ক্রিকেটে বিরাট কোহলি আহমেদ শেহজাদের চেয়ে অনেক এগিয়ে।
২) জেমস অ্যান্ডারসন ও ডেভিড ওয়ালটন:
টেস্ট ক্রিকেটের অন্যতম সর্বাধিক উইকেট শিকারি ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন, আমেরিকান অভিনেতা ডেভিড ওয়ালটনের মতোই দেখতে। তাদের দাড়ি, চুলের স্টাইল এবং যেভাবে তারা হাসেন অনেকটা একই রকম লাগে।
৩) জনি বেয়ারস্টো ও রূপার্ট গ্রিন্ট:
ইংল্যান্ডের উইকেট রক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং হ্যারি পটার সিরিজে রন ওয়েজলির ভূমিকায় খ্যাতিমান ইংরেজ প্রযোজক ও অভিনেতা রূপার্ট গ্রিন্ট অনেকটা একরকম দেখতে। তাদের হাসি এবং চোখে অনেকটাই সাদৃশ্য রয়েছে।
৪) ডেইল স্টেন ও ড্যানিয়েল ক্রেগ:
সর্বকালের অন্যতম সেরা পেসার হিসাবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেল স্টেইনকে অনেকটা হলিউডের জেমস বন্ড সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের মতো দেখায়।
৫) কুমার ধর্মসেনা ও টাইগার উডস:
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার ধর্মসেনার সাথে আমেরিকান গল্ফ খেলোয়াড় টাইগার উডসের সাথে আকর্ষণীয় মিল রয়েছে। তাদের চেহারা থেকে শুরু করে তাদের হাসি, মুখের ভাব – সব কিছুই মিল রয়েছে।
৬) ইশান্ত শর্মা ও জলাটান ইব্রাহিমোভিচ:
ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার সাথে সুইডিশ ফুটবলার জলাটান ইব্রাহিমোভিচ এর দাড়ি এবং চুলের স্টাইল এবং দেহের কাঠামো থেকে শুরু করে সবকিছুই মিল রয়েছে।
৭) ক্রিস লিন ও জনি সিন্স:
অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিনের চেহারা নীল জগতের বিখ্যাত তারকা জনি সিন্সের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। তাদের মাথার টাক এবং পেশীবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে প্রায় একই রকম লাগে।
8) হেনরিখ ক্লাসেন ও মার্টিন গাপটিল:
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক তথা মারকুটে ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন ভারতের বিরুদ্ধে গত ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। দুর্ভাগ্যবশত এই বছর আইপিএল-এ তিনি জায়গা করতে পারেনি। তার ফর্সা মুখ এবং বাদামি দাড়ি নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল এর মতোই হুবহু মিল রয়েছে।
