একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক ‘শূন্য’ রানে আউট হয়েছেন যে ৫ ভারতীয় ব্যাটসম্যান

ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। তাই ব্যাটসম্যানদের কাছে শূন্য রানে আউট হওয়া অত্যন্ত লজ্জাজনক বিষয়। বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরাও এই লজ্জার হাত থেকে রেহাই পাননি। দলকে হারের মুখে ঠেলে দিয়ে নিঃশব্দে প্যাভিলিয়নে ফিরে গেছেন তারা।

আজকের প্রতিবেদনে, এমন ৫ ভারতীয় ব্যাটসম্যান এর কথা বলা হয়েছে যারা একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক বার শূন্য রানে আউট হয়েছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) বীরেন্দ্র শেহবাগ: ১৪ বার

I am ready to fly to Australia' - Virender Sehwag jokingly offers helping  hand to the Indian side

বীরেন্দ্র শেহবাগ বোলারদের কাছে ছিলেন দুঃস্বপ্নের মত। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জেরে ভারতীয় দল বহু ম্যাচ জয়লাভ করে। তবে ২০১১ বিশ্বকাপের ফাইনালে তার শূন্য রানে আউট হওয়াটা অত্যন্ত হৃদয়বিদারক ছিল। তিনি ২৪১টি একদিনের ম্যাচে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন।

৪) সুরেশ রায়না: ১৪ বার

Statistical review of most centuries scored in a single day in ODIs -  Cricket Country

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। তিন শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান তিনিই। তবে ২২৬টি একদিনের ম্যাচে তিনি ১৪ বার খালি হাতে ফিরে গিয়েছেন।

৩) সৌরভ গাঙ্গুলী: ১৬ বার

5 occasions where sourav ganguly cost the match for india with his slow  batting

এই তালিকায় একমাত্র অধিনায়ক হিসেবে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় দলকে দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ব্যাটসম্যান হিসেবে অসাধারণ ছিলেন। স্পিনারদের কাছে তিনি ছিলেন এক আতঙ্কের মত। তবে ৩০৮টি একদিনের ম্যাচে তিনি ১৬ বার রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে গেছেন।

২) যুবরাজ সিং: ১৮ বার

Yuvraj Singh says Cuttack ton 'one of my best', backs MS Dhoni to bat  freely now | Cricket - Hindustan Times

ভারতীয় দলকে দুই বিশ্বকাপ জেতানোর পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল যুবরাজ সিংয়ের। ২০১১ বিশ্বকাপের ‘হিরো’ মিডল অর্ডারে ব্যাট হাতে নেমে বহু ম্যাচ ভারতীয় দলকে জিতিয়েছেন। তবে ৩০১টি একদিনের ম্যাচে তিনি ১৮ বার খালি হাতে ফিরে গেছেন।

১) শচীন টেন্ডুলকার: ২০ বার

Players who got Sachin Tendulkar as their 1st wicket in International

ক্রিকেটের প্রায় সমস্ত দুর্দান্ত পরিসংখ্যান গুলির সাথে শচীন টেন্ডুলকারের নাম জড়িত রয়েছে। তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় তিনি প্রথম স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির ‘মালিক’ ৪৬৩টি একদিনের ম্যাচে মোট ২০ বার শূন্য রানে আউট হয়েছেন।