এই ৫ খেলোয়াড়কে একসময় টিম ইন্ডিয়ার ‘ভবিষ্যত’ বলা হতো, কিন্তু অভিষেক পর্যন্ত হয়নি দলে

এদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে প্রতিযোগিতাও অনেক বেড়েছে। প্রতিবছর অনেক দুর্দান্ত খেলোয়াড় উঠে আসে। যারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে ও জাতীয় দলের বাছাই কমিটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে এমন অনেক খেলোয়াড় আছেন যারা শুরুতে টিম ইন্ডিয়ার ভবিষ্যত বলে মনে করা হতো। কিন্তু তারা জাতীয় দলের হয়ে কখনোই খেলার সুযোগ পর্যন্ত পাননি। এবার দেখে নেওয়া যাক সেই ৫ খেলোয়াড়কে:-

১) উন্মুক্ত চাঁদ:

Felt like my clothes were ripped apart: Unmukt Chand after being axed from IPL, India A, Delhi state team - Sports News

২৮ বছর বয়সী ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদকে একসময় ভারতীয় দলের ভবিষ্যৎ বলে মনে করা হতো। ২০১০ সালে ১৭ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় এবং ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করার পাশাপাশি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন। রাতারাতি হওয়া এই চ্যাম্পিয়ন ক্রিকেটারের কখনোই জাতীয় দলে সুযোগ হয়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।  

২) দীপক হুডা:

IPL 2020 Turning point: Hooda shines with late cameo - Rediff Cricket

২৬ বছর বয়সী অলরাউন্ডার তারকা দীপক হুডা ২০১৩ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পর জাতীয় দলে নির্বাচিত হলেও অভিষেক হয়নি তার। এরপর দল থেকে বাদ যান, তবে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় রয়েছেন। আইপিএলে তিনি ৮০টি ম্যাচ খেলেছেন। 

৩) সরফরাজ খান:

Sarfaraz Khan 2.0 | Deccan Herald

ক্রিকেট অনুরাগীদের কাছে সরফরাজ খান একজন পরিচিত খেলোয়াড়। ১৬ বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছিলেন। ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৬৬.৫০ ব্যাটিং গড় নিয়ে ৪টি সেঞ্চুরি সহ ১৪৬৩ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোরটি হলো অপরাজিত ৩০১ রান। এত কিছুর পরেও জাতীয় দলের নির্বাচকেরা তাকে উপেক্ষা করে চলেছেন। আইপিএলে তিনি ৪০টি ম্যাচে ৪৪১ রান করেছেন। 

৪) কামলেশ নাগারকোটি:

S Mavi stats: Why is Kamlesh Nagarkoti not playing today's match vs Rajasthan Royals? | The SportsRush

রাজস্থানের ২১ বছর বয়সী ফাস্ট বোলার ২০১৭ সালে মুম্বাই এর বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর তিনি তার পারফরম্যান্সের বিচারে আইপিএল খেলার সুযোগ পান। বর্তমানে কমলেশ নাগারকোটি কেকেআরের হয়ে খেলছেন। তবে এই বোলার এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। 

৫) মনজোট কালরা:

Manjot Kalra: Gritty lad who scored runs against establishment | Cricket News - Times of India

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করার পর এই ২২ বছর বয়সী ওপেনার মনজোট কালরা রাতারাতি তারকা হয়ে ওঠেন। তবে এরপর থেকে তিনি তার ঘরোয়া দল দিল্লির হয়েই খেলে চলেছেন। অনেকেই তাঁকে রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে গণ্য করেছিলেন তবে এখনও কোনো সুযোগ আসেনি।