মদ-মাংস কখনো ছুঁয়ে দেখেননি এই ৫ ভারতীয় ক্রিকেটার, জানেন কারা আছেন এই তালিকায়

মদ্যপান করা থেকে দূরে থাকেন এই ভারতীয় ক্রিকেটাররা

Indian cricketers: ভারতীয় ক্রিকেটাররা গোটা বিশ্বে তাদের খেলার পারফরম্যান্সের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে প্রতিটা খেলা শেষে জয়ের উদযাপনের জন্য শ্যাম্পেনের বোতল দেওয়া হয়। তবে কিছু ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা এইসব অ্যালকোহল জাতীয় পানীয় থেকে অনেক দূরে থাকেন। বলা যেতে পারে, কখনোই তারা মদের বোতল ছুঁয়ে দেখেননি। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় কারা রয়েছেন…

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar): মদ্যপান করা থেকে শত হাত দূরে থাকেন ভারতীয় দলের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তার অসাধারণ ইনসুইং ও আউটসুইংয়ের পাশাপাশি ভারতের দলের সবচেয়ে শান্ত ও ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত। শুধু তাই নয়, ভুবনেশ্বর কুমার কখনো কোন বিতর্কে জড়াতে দেখা যায়নি এবং তিনি সমস্ত ধরনের বিতর্ক থেকে এড়িয়ে চলেন।

রাহুল দ্রাবিড় (Rahul Dravid): ক্রিকেট বিশ্বের রাহুল দ্রাবিড় ‘দ্য ওয়াল’ নামে পরিচিত। তার সময়ে একধারে প্রতিপক্ষদের যেভাবে ব্যাটিং এর মাধ্যমে জবাব দিতেন এবং ঠান্ডা মেজাজে বহুবার দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। বর্তমান ভারতীয় দলের এই কোচও কখনো মদ্যপান করেননি অথচ শ্যাম্পেনের বোতল নিয়ে বহুবার জয়ল্লাসে মেতেছেন।

গৌতম গম্ভীর (Gautam Gambhir): ভারতীয় দলের প্রাক্তন বাঁতি ওপেনার গৌতম গম্ভীরও এই তালিকায় রয়েছেন, যিনি ধূমপান হোক বা মধ্যপান একেবারেই পছন্দ করেন না। ২০০৭ ও ২০১১ দুটি বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রাখলেও মাঝেমধ্যেই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। এইজন্য অনেকেই গম্ভীরকে সমীহ করে চলেন।

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni): মধ্যপান করা একেবারেই পছন্দ করেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তার কাছে ফিটনেস ধরে রাখা সবচেয়ে জরুরী বলে মনে করেন। এই ৪১ বছর বয়সী ক্রিকেটার এখনো আইপিএলে ভালো পারফর্ম করে যাচ্ছেন। এটা সম্ভব হয়েছে তার ফিটনেস এর কারণে। এও জানা গেছে তিনি ক্রিকেটের কারণেই আমিষ জাতীয় খাবার খান না।

চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara): ভারতীয় টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় চেতেশ্বর পুজারাও এই তালিকায় রয়েছেন। তিনি জাতিতে ব্রাহ্মণ তাই দিনে কয়েক বেলা পূজা করেন। সম্ভবত এই কারণে তিনি মদ-মাংস জাতীয় খাবার থেকে অনেক দূরে থাকেন। আসন্ন ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে এই ভারতীয় ব্যাটসম্যানকে।