ওয়ানডে ক্রিকেটের এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যে ৫ ব্যাটসম্যান

টি-টোয়েন্টি ক্রিকেট আসার পরে ব্যাটসম্যানেরা আরও মারমুখী হয়ে উঠেছেন। তবে খেলা চলাকালীন যেকোনো একটি ওভার ম্যাচের রং পুরোপুরি বদলে দিতে পারে। প্রসঙ্গত ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হার্সেল গিবস এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছেন। এখনো পর্যন্ত এই রেকর্ডটি কারোর পক্ষে ভাঙ্গা সম্ভব হয়নি। 

☞ ওয়ানডে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যে ৫ ব্যাটসম্যান, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) শাহিদ আফ্রিদি: ৩২ রান

Shahid Afridi's bazooka batting at Bloemfontein makes him the first batsman in ODIs to hit 300 sixes - Cricket Country

এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি পঞ্চম স্থানে রয়েছেন। ২০০৭ সালে শ্রীলঙ্কার স্পিনার মালিঙ্গা বান্দারার ওভারে মোট ৩২ রান সংগ্রহ করেন। এই ওভারে তিনি ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তার এই ঝড়ো ইনিংসের ভিত্তিতে পাকিস্তানি দল ৫ উইকেটে জয়লাভ করে।

৪) জিমি নিশাম: ৩৪ রান

Neesham smashes 34 from an over | cricket.com.au

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান জিমি নিশাম। ২০১৮ সালে শ্রীলঙ্কার বোলার থিসারা পেরেরার ওভারে তিনি ৩৪ রান নিয়েছিলেন। এই ওভারে তিনি ৫টি ছক্কা মারেন, সেইসাথে দুই রান, একটি সিঙ্গেল নেন ও একটি নো বল হয়।  

৩) এবি ডি ভিলিয়ার্স: ৩৪ রান

It hurt too much: AB de Villiers recalls losing to New Zealand in 2015 World  Cup

এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তৃতীয় স্থানে রয়েছেন। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে জেসন হোল্ডারের ওভারে তিনি ৩৪ রান নিয়েছিলেন। এই ওভারে দুটি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকান। সেইসাথে দুটি নো বল হয় ও দুবার দুই রান করে নেন।  

২) থিসারা পেরেরা: ৩৫ রান

Thisara Perera hits 74-ball 140 but Sri Lanka lose 2nd ODI, series to New Zealand

শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে সর্বোচ্চ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৩ সালে তিনি রবিন পিটারসেনের ওভারে ৩৫ রান সংগ্রহ করেছিলেন। এই ওভারে একটি ওয়াইড বল সহ ৫টি ছক্কা ও ১টি বাউন্ডারি হয়। তার এই ঝড়ো ইনিংসের ফলে শ্রীলঙ্কা জয়লাভ করে।

১) হার্সেল গিবস: ৩৬ রান

7th Match, Group A: South Africa vs Netherlands (2007)

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ওপেনার হার্সেল গিবস এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহ করে সবার শীর্ষে রয়েছেন। নেদারল্যান্ডের স্পিনার ভ্যান বুঙ্গের ওভারে টানা ৬টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন। এই ম্যাচে হার্সেল গিবস ৪০ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ও দক্ষিণ আফ্রিকা ২২১ রানের বড় ব্যবধানে জয় পায়।