আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৫ ব্যাটসম্যান; তালিকায় দু’জন ভারতীয়

International Century: দেশের হয়ে সেঞ্চুরি করা যে কোনো খেলোয়াড়ের কাছে গর্বের চেয়ে আর বড় কিছু নেই। তবে কিছু ব্যাটসম্যানের জন্ম হয়েছে কেবল সেঞ্চুরি হাঁকানোর জন্যই। এই প্রতিবেদনে এমন পাঁচ জন খেলোয়াড়ের কথা বলা হয়েছে যারা সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় সবার শীর্ষে রয়েছেন। এই তালিকায় দুজন ভারতীয় অন্তর্ভুক্ত। তবে মজার বিষয় হলো, ওই দুজন ভারতীয় ব্যাটসম্যানই প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন।

৫) জ্যাক ক্যালিস: সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে জ্যাক ক্যালিস অন্যতম, যিনি এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার তার দেশের হয়ে ৫১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২৫ হাজারের বেশি রান করেছেন। তবে এরই মধ্যে তার ব্যাট থেকে এসেছে মোট ৬২টি সেঞ্চুরি।

৪) কুমার সাঙ্গাকারা: শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় কুমার সাঙ্গাকারা সেঞ্চুরি হাঁকানোর নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন, কিন্তু শচীনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। তিনি তার দেশের হয়ে ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে ২৮ হাজারেরও বেশি রান করেছেন এবং তার ব্যাট থেকে এসেছে ৬৩টি সেঞ্চুরি। সাঙ্গাকারা একজন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি উইকেটকিপারও ছিলেন।

৩) রিকি পন্টিং: বিশ্বের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের মধ্যে রিকি পন্টিং অন্যতম, যার দখলে রয়েছে দুটি বিশ্বকাপ (৫০ ওভার) জয়ের শিরোপা। তিনি একজন ভালো অধিনায়ক হওয়ার পাশাপাশি দুর্দান্ত ব্যাটসম্যানও ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচে ২৭ হাজারেরও বেশি রান করেছেন এবং তার ব্যাট থেকে এসেছে মোট ৭১টি সেঞ্চুরি।

২) বিরাট কোহলি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং এই তালিকায় একমাত্র সক্রিয় খেলোয়াড়। এদিন আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮তম সেঞ্চুরি হাঁকিয়ে এই ফরম্যাটের খেলায় গত ৩ বছরের সেঞ্চুরির খরা কাটালেন। যাইহোক এখনও পর্যন্ত বিরাট কোহলি ৪৯৩টি আন্তর্জাতিক ম্যাচে ২৫ হাজারেরও বেশি রান করেছেন এবং তার ব্যাট থেকে এসেছে মোট ৭৫টি সেঞ্চুরি।

১) শচীন টেন্ডুলকার: ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার এই গ্রহের একমাত্র খেলোয়াড় যিনি ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার অসীম কৃতিত্ব অর্জন করেছেন। ক্রিকেটের অধিকাংশ ব্যাটিংয়ের রেকর্ড গুলি ‘মাস্টার ব্লাস্টার’ শচীনের নামেই অন্তর্ভুক্ত রয়েছে। পরিসংখ্যানের কথা বললে, তিনি ভারতের ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তিনি ৩৪,৩৫৭ রান করেছেন।