৫ ভারতীয় ব্যাটসম্যান যারা আন্তর্জাতিক T20-তে দ্রুততম ৫০০ রানের গণ্ডি পার করেছেন

গত দুই দশক ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক দুর্দান্ত ব্যাটসম্যান এসেছেন যারা ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। যাইহোক টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতীয়রা নিজেদের আধিপত্য বিস্তার করেছে। আজকের প্রতিবেদনে এমন ৫ ভারতীয় ব্যাটসম্যানের কথা বলা হয়েছে যারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০০ রানের গণ্ডি পার করেছেন।

৫) গৌতম গম্ভীর: ১৭ ইনিংস

যিনি ভারতকে দুটি বিশ্বকাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস বলে মনে করা হয়। গম্ভীরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রানের গণ্ডি পার করতে ১৭টি ইনিংসের মুখোমুখি হয়েছিলেন।

৪) যুবরাজ সিং: ১৭ ইনিংস

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জীবন-মরণ ম্যাচে তিনি ১৬ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এমনকি ওই ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন, যা একটি বিশ্বরেকর্ড। যুবরাজ ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস খেলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

৩) বিরাট কোহলি: ১৬ ইনিংস

বিরাট কোহলি এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ২০১২ ও ২০১৬ উভয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের কারণে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছিলেন। যাইহোক বিরাট কোহলির ৫০০ রানের গণ্ডি পার করতে ১৬টি ইনিংস লেগেছিল।

২) ঈশান কিষান: ১৬ ইনিংস

এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিশান। তিনি তার অভিষেক ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করার পর থেকেই প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে রান করছেন। যাইহোক কোহলির মতোই তিনিও ৫০০ রান করতে ১৬টি ইনিংস খরচ করলেন।

১) কেএল রাহুল: ১৩ ইনিংস

ভারতের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কেএল রাহুল এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন। যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান করেছেন মাত্র ১৩টি ইনিংস খেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এমনকি আইপিএলেও গত কয়েকটি মরসুমে তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা দেখিয়েছেন।