Cricket
ওডিআইতে দ্রুত ১নং রাঙ্ক করেছেন এই তিন ভারতীয় ব্যাটসম্যান
ক্রিকেটের সকল ফরম্যাটে মধ্যে ওডিআই-কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ব্যাটসম্যান এই ফরম্যাটে ধারাবাহিকভাবে পারফর্ম করে তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে চান। আবার কিছু ক্রিকেটার রয়েছেন যারা শীর্ষ রাঙ্ক করার জন্য কঠিন লড়াই চালিয়ে যান।
আজকের প্রতিবেদনে রয়েছে, যে ৩ ভারতীয় ব্যাটসম্যান সবচেয়ে কম ম্যাচ খেলে ওডিআইতে শীর্ষ রাঙ্ক করেছিলেন চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –
১) মহেন্দ্র সিং ধোনি: ৪২টি ম্যাচ
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের অমূল্য সম্পদ। আইসিসি-র সমস্ত ট্রফি জয় করা এই অধিনায়কের নেতৃত্ব এবং তার ব্যাটিং দক্ষতা তাকে নিয়ে শীর্ষে গিয়েছিল।
ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ধারাবাহিকভাবে রান করতে থাকেন। এর ফলে খুব অল্প সময়ের মধ্যে মহেন্দ্র সিং ধোনি মাত্র ৪২টি ম্যাচ খেলে ২০০৬ সালে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হন – যা একটি বিশ্বরেকর্ড।
২) শচীন টেন্ডুলকার: ১১৮টি ম্যাচ
দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটে প্রায়ই রেকর্ডগুলি তার নামে রয়েছে। যদিও তাকে ক্যারিয়ারের শুরুর দিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কিন্তু তবুও তার প্রচেষ্টা চালিয়ে যান।
বিশ্বসেরা এই ব্যাটসম্যান ১০৫টি ওডিআই ম্যাচ খেলে ১৯৯৬ সালে শীর্ষ রাঙ্ক করেছিলেন। পরিসংখ্যানের কথা বললে, শচীন টেন্ডুলকার ৪৬৩টি ওডিআই ম্যাচে ৪৯টি সেঞ্চুরিসহ ১৮ হাজারেরও বেশি রান করেছেন।
৩) বিরাট কোহলি: ১১৮টি ম্যাচ
বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিনি বেশ কয়েকটি বড় বড় রেকর্ড ভেঙ্গে ফেলবেন। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাটসম্যান হিসেবে নিজেকে তুলে ধরতে না পারলেও পরবর্তীকালে সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠেন।
২০১৩ সালে ১১৮টি ম্যাচ খেলে ওডিআইতে এক নম্বর রাঙ্ক করেন তিনি। পরিসংখ্যানের কথা বললে, এখনো পর্যন্ত ২৪৮টি ওডিআই ম্যাচে ৪৩টি সেঞ্চুরিসহ প্রায় ১২ হাজারের কাছাকাছি রান করেছেন।
