এই চপ্পল জোড়ার মাঝে একটি একাকী চপ্পল রয়েছে, কেবল ১০% মানুষই খুঁজে পাবেন

জোড়া চপ্পল গুলির মধ্যে একটি একাকী রয়েছে, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাওয়া যায়। এর মধ্যে ধাঁধার ছবিগুলি সবচেয়ে মজাদার ও আকর্ষণীয় হয়ে ওঠে। এমনকি অনেকে এ জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করতেও পছন্দ করেন। এর মাধ্যমে বোঝার একটি আইকিউ লেভেল পরীক্ষা করার ভালো উপায়ও। এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার ছবি নিয়ে আসা হয়েছে।

এবার নিশ্চয়ই ভাবছেন এমন কোন চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা কেবল মাত্র ১০% মানুষই খুঁজে পাবেন? ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলি চপ্পল পড়ে রয়েছে। এখানে একটি চপ্পল ছাড়াও বাকি সবগুলোই জোড়া জোড়া রয়েছে। এবার আপনাকে তাদের মধ্যে লুকিয়ে থাকা ওই একাকী চপ্পলটিকে খুঁজে বের করতে হবে।

দাবি করা হয়েছে, নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে যারা একাকী চপ্পলটিকে খুঁজে পেতে সক্ষম হবেন নিঃসন্দেহে তারা জিনিয়াস। তাই অনেকে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন এবং তারা শেষমেষ হাল ছেড়ে দিয়েছেন। তবে জিনিয়াসদের কাছে এই চ্যালেঞ্জটি খুবই সহজ লেগেছে এবং তারা কয়েক সেকেন্ডের মাথায় উত্তর দিয়েছে।

তবে আপনার ক্ষেত্রেও যদি ওই একাকী লুকিয়ে থাকা চপ্পলটি খুঁজে পাওয়া কঠিন বলে মনে হয়, তাহলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। একদম উপরের দিকে একটি সবুজ রঙের চপ্পল আছে যার মতো দেখতে আর অন্য কোন স্লিপার দেখা যাচ্ছে না।

আরও পড়ুনঃ ভারতবর্ষের কোন রাজ্যে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়?

Image

আর আপনাদের বোঝার সুবিধার্থে ছবির মধ্যে মার্ক করে বুঝিয়ে দেয়া হলো। আসলে এই জাতীয় চ্যালেঞ্জগুলি নিয়মিত সমাধানের মাধ্যমে মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে ওঠে এবং এর পাশাপাশি যে কোন ধরনের সিদ্ধান্তকে সহজে নিতে পারেন। কিন্তু এ জাতীয় ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে লক্ষ্য করলেই ছবি রহস্য বেরিয়ে আসে।