Waterfall: ভারতেই রয়েছে এক রহস্যময় ঝর্ণা, যার জল পাপী লোকেদের গায়ে স্পর্শ করে না

Vasundhara Waterfall: বাস্তবে হোক বা ছবিতে, আপনি নিশ্চয় ঝর্ণা দেখে থাকবেন। এটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তবে চিরদিনই প্রকৃতি এক রহস্যময় (mysterious) হয়ে রয়েছে যা বিজ্ঞানীদের কল্পনার অতীত। এই প্রতিবেদনে তেমনি একটি ঝর্ণার কথা বলা হয়েছে, যার জল পাপী (sinner) লোকেদের গায়ে পড়ে না। এটি ভারতবর্ষের এক রহস্যময় ঝর্ণা।

আমরা যে ঝর্ণার কথা বলছি তার নাম বসুন্ধরা (Bashundhara) জলপ্রপাত । এটি বদ্রিনাথ (Badrinath)।থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। জলপ্রপাত নিজেই বেশ অনন্য। এর জলের স্রোত মুক্তর মত এবং প্রায় ৪০০ ফুট উচ্চতা থেকে পড়ে। এই জলপ্রপাতের সৌন্দর্য মানুষকে স্বর্গের মতো অনুভূতি দেয়।

Image

বদ্রীনাথ-এ একদিন ভগবান বদ্রী তার ভক্তদের আশীর্বাদ করেন, অন্যদিকে এই পবিত্র জলের স্রোত প্রবাহিত হয়। চারধামযাত্রায় অনেকেই উত্তরাখণ্ডে যান। ভক্তরা বদ্রিনাথ, কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীধাম দর্শন করেন, কিন্তু অনেকেই এই পবিত্র জলের স্রোত সম্পর্কে জানে না। 

জানা যায়, পঞ্চপান্ডবদের মধ্যে সহদেব এখানেই প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কথিত রয়েছে, এই জলপ্রপাতের নিচে যাওয়া প্রত্যেকটা ব্যক্তির উপর জল পড়ে না। অর্থাৎ পাপী লোকেদের গায়ে এই ঝর্ণার জল স্পর্শ করে না। যদি এই ঝর্ণা থেকে একফোঁটা জল কারো গায়ে পড়ে তার মানে সে পবিত্র।

আরো বলা হয়, অনেক ভেষজ উদ্ভিদ স্পর্শ করে এই ঝর্ণার জল নিচে নেমে আসে। যে কারণে এই ঝর্ণার জল যার উপরে পড়ে সে চিরদিন সুস্থ থাকে বা অনেক রোগ থেকে মুক্তি পায়।