Dog: এই ছবির মধ্যে কোথাও একটি কুকুর রয়েছে, ৯০% মানুষ খুঁজে পেতে ব্যর্থ!

বেশিরভাগ অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মজারই হয়। যেকোনো ছবিকেই অপটিক্যাল ইলিউশন ছবি বলে চালানো যেতে পারে, সেটা আঁকা চিত্র হোক বা ফটোগ্রাফি। যতক্ষণ না কিছু বিষয় তার মধ্যে চোখে পড়ছে সেটিকে চোখের ধাঁধা বলে চালানো যেতে পারে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে একটি কুকুরকে খুঁজে বের করতে হবে।

উপরে শেয়ার করে ছবিটি কোন একটি বিদেশি শহরের, যেখানে মানুষজনেরা বাস ধরার জন্য ব্যস্ত। বাসটি রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এবং এরই মধ্যে কোথাও একটি কুকুর লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করার চ্যালেঞ্জ জানায়। দাবি করা হয়েছে ৯০% মানুষ ছবিটি সনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। 

আসলে পর্যবেক্ষণের দক্ষতা সবার সমান হয় না, তাই কেউ কেউ দ্রুত সমাধান করে ফেলেন আবার অনেকেই দীর্ঘক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকার পরেও ব্যর্থ হন। আসলে আমাদের চোখের সামনে উত্তরটি থাকার পরেও আমরা দেখতে পাই না, যা হলো অপটিক্যাল ইলিউশনের প্রধান বৈশিষ্ট্য।

এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের ভাবনার চেয়েও সূক্ষ্ম। ছবির উত্তর খোঁজার সবচেয়ে ভালো উপায় হল ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করা। যারা ইতিমধ্যেই কুকুরটি খুঁজে পেয়েছেন মানতেই হবে তারা প্রত্যেকেই জিনিয়াস।

এখানে বাস্তবে কোন কুকুর নেই, তবে বাঁ পাশে বাসটির গায়ে কুকুরের একটি লোগো আছে, এর মাধ্যমে বোঝানো হয়েছে কুকুর নিয়ে ভ্রমণ করা যাবেনা। ওই ছোট্ট লোগোটির নিচে লেখা রয়েছে ‘No Dogs’। প্রসঙ্গত আপনি যত অপটিক্যাল ইলিউশনের সমাধান করার চেষ্টা করবেন আরো ভালো পর্যবেক্ষক হয়ে উঠবেন।

Image