3 Mistakes: এই ছবির মধ্যে তিনটি ভুল রয়েছে; কেবল বুদ্ধিমানেরাই খুঁজে পাবেন!

Brain teaser: আজকাল সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করা হয়, এরমধ্যে ধাঁধা ও কুইজ সমাধান করার পোস্টগুলি খুবই মজাদার এবং আকর্ষণীয় (interesting) হয়ে থাকে। এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) বোঝার একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে তিনটি ভুলকে শনাক্ত করতে হবে।

উপরের ছবিটি একটি বসার ঘরের, যেখানে দুজন ব্যক্তি বসে রয়েছেন। ঘরের মধ্যে একটি জানলা রয়েছে, দেওয়ালে ক্যালেন্ডার (calendar) ও ঘড়িও ঝুলছে। তাদের পাশে রয়েছে একটি মোরগ (rooster)। ঘরটি দেখতে বেশ সুন্দর তবে এরই মধ্যে কোথাও তিনটি ভুল রয়েছে যেগুলি খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন।

Image

বলা হয়েছে, এই ছবির মধ্যে ভুলগুলি শনাক্ত করা বুদ্ধিমানদের বাঁ হাতের খেল। তবে অনেকেই চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যেই যারা ছবির ভুলগুলি খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যি তীক্ষ্ণ এবং তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তবে আপনি কি খুঁজে পেয়েছেন? এর উত্তর ‘না’ হলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। 

প্রথমে ছবিটির দিকে তাকান। প্রথম ভুলটি অধিকাংশ মানুষই বুঝতে পেরেছেন, তা হল ঘড়ির ৬ সংখ্যাটি উল্টো রয়েছে। এরপর দ্বিতীয় ভুলটি রয়েছে ক্যালেন্ডারের পাতায়, যেখানে ফেব্রুয়ারি মাসের তারিখ বাংলায় ‘৮’ লেখা আছে। তৃতীয় ভুলটি রয়েছে, যে ব্যক্তিটি চশমা পড়ে রয়েছেন, সেই চশমার ডান্ডি নেই।

Image

জানিয়ে রাখি, ধাঁধার সমাধান খোঁজার আগে ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখা উচিত। এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও মনকে সর্বদাই বিভ্রান্ত করে। বিশেষজ্ঞরা বলেছেন, অপটিক্যাল ইলিউশন বা ধাঁধার সমাধানের জন্য গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির সমাধান বেরিয়ে আসতে পারে।