সিলিন্ডারের নিচে কিছু ছিদ্র থাকে, জানেন এই ছিদ্রগুলির কাজ কি

আদিম যুগের মানুষেরা রান্নার জন্য জ্বালানি হিসেবে কাঠকে ব্যবহার করত। এখনো বহু জায়গায় সেই প্রথা রয়েছে কিন্তু বর্তমান সভ্যতায় মানুষের কাছে রান্না করার উন্নত ব্যবস্থা হল গ্যাস সিলিন্ডার। এই গ্যাস তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। যা সংরক্ষণ করা হয় শক্ত লোহার তৈরি সিলিন্ডারের মাধ্যমে।

তবে যদি খুব ভালোভাবে আপনি সিলিন্ডারে নিচের দিকে লক্ষ্য করেন দেখবেন কিছু ছিদ্র রয়েছে। জানেন কি এই ছিদ্র গুলি কেন রয়েছে। এই প্রতিবেদনে গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র কেন থাকে সেই বিষয়ে জানানো হলো।

Image

সিলিন্ডারের নিচে এই ছিদ্রগুলির ব্যবহারের পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। অনেক সময় সিলিন্ডারের তাপমাত্রা খুব বেড়ে যায় তখন এই ছিদ্রগুলির মধ্য দিয়ে বায়ু প্রবেশ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আবার উপরের তাপ থেকে সিলিন্ডারকে রক্ষা করে। তাই এই ছিদ্রগুলি সিলিন্ডার দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয়।

এছাড়াও বলা হয় ওই ছিদ্র থাকার ফলে মেঝে পরিষ্কারের সময় জল ছিদ্রের মাধ্যমে সিলিন্ডারের ভেতরে প্রবেশ করতে পারে না। সিলিন্ডারের গায়ে আটকে থাকে। সিলিন্ডারের নিচে ছিদ্র থাকার পাশাপাশি দেখবেন একটি বিশেষ রঙের হয়ে থাকে। সিলিন্ডার সাধারণত লাল রঙের হয়, এর কারণ এটি যখন গাড়ি করে নিয়ে যাওয়া হয় যাতে দূর দূরান্ত থেকে দেখা যায়। এই ক্ষেত্রে পরিবহনের সুবিধার্থে সিলিন্ডারে লাল রঙ ব্যবহার হয়।