শচীনের মত কেউ কখনো হতে পারবেনা, ৪টি কারণ উল্লেখ করেছেন ইনজামাম-উল-হক

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হক শচীন টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরির কথা স্মরণ করে তাকে অনেক শ্রদ্ধা জানিয়েছেন। প্রসঙ্গত, ২৪ শে ফেব্রুয়ারি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। ১০ বছর পরে ওই ইনিংসকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন এই পাক ক্রিকেটার। 

Before and after: The numbers show how Sachin Tendulkar's 200 redefined batting in ODIs

ইনজামাম-উল-হক জানিয়েছেন, শচীনের মত আর কেউ হতে পারবে না। তিনি চারটি কারণ ব্যাখ্যা করেছেন:-

প্রথম কারণ: মাত্র ১৬-১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন শচীন টেন্ডুলকার আর তাকে বিশ্বের তাবড় তাবড় বোলারদের মুখোমুখি হতে হয়েছিল। এটা সত্যিই অসাধারণ। আর বাস্তবে যদি অসাধারণ এর ঊর্ধ্বে কিছু থাকে তাহলে শচীন টেন্ডুলকার।

Inzamam-ul-Haq's son reveals his admiration for Sachin Tendulkar

দ্বিতীয় কারণ: একসময় মহান ক্রিকেটাররা ৮-৯ হাজার রান করার পরেই অবসর নিয়ে নিতেন বা তার বেশি রান করা সম্ভব হতো না। তৎকালীন সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন কিন্তু কেউ কখনো ভাবেনি এই রেকর্ড ভাঙ্গা সম্ভব হবে। কিন্তু শচীন এই অসাধ্য কাজটি করেছিলেন।

India vs SA: Sachin Tendulkar holds these unique records

তৃতীয় কারণ: শচীন টেন্ডুলকার মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলেন। যখন তিনি ব্যাট করতে আসতেন তিনি খুব চাপে থাকতেন কিন্তু মানসিকভাবে দৃঢ়। তাকে রান করার জন্য যথেষ্ট চাপ দেওয়া হয়েছিল। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে বাস করেন তিনি ও তার মতো সম্মান খুবই কম জনই পেয়েছেন।

Cricket news: India legend Sachin Tendulkar reveals touching gesture by Inzamam-ul-Haq and his son during previous tour of Pakistan - Sport360 News

চতুর্থ কারণ: শচীন একজন প্রতিভাবান স্পিন বোলার ছিলেন। তিনি লেগ স্পিন, অফ স্পিন ও মাঝারি গতিতে আউট সুইংও করতে পারতেন। আমি বিশ্বের সেরা লেগ স্পিনারদের মুখোমুখি হয়েছি, কিন্তু তাদের গুগলি নিয়ে সমস্যা হয়নি। তবে শচীনই একমাত্র যে আমাকে সমস্যায় ফেলেছিলেন এবং বহুবার আউটও করেন। আমি মনে করিনা ক্রিকেট বিশ্বে শচীনের মতো কেউ আছে।