মস্তিষ্কের ধাঁধা: এই ছবির মধ্যে ৩টি ভুল রয়েছে, খুঁজে পেলে মানতেই হবে আপনি জিনিয়াস

Brain teaser: সোশ্যাল মিডিয়ায় হামেশাই অপটিক্যাল ইলিউশনের (optical illusion) ছবিগুলি ভাইরাল হচ্ছে। এগুলি সব সময় মজাদার (funny) হয় এবং আকর্ষণীয় (interesting) করে তোলে। তাই অনেকেই রয়েছেন যারা এই জাতীয় চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের বুদ্ধিমত্তার (intelligence) পরিচয় দেন।

এই প্রতিবেদনে তেমন একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে তিনটি ভুল (Mistakes), যা আপনাকে খুঁজে বের করতে হবে। উপরের ছবিতে দেখা যাচ্ছে একটি খামার বাড়িতে (Farm House) একজন গোয়ালা দুধ (Milk) নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পাশে একটি গরু রয়েছে। পরিবেশটা খুবই মনোরম। সুতরাং এর মধ্যে ভুলগুলি খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না।

ছবির ভুলগুলি শনাক্ত করতে পারলেই আপনি জিনিয়াস বলে প্রমাণিত হবেন। এটি একটি অপটিক্যাল ইলিউশনের ভালো উদাহরণ হতে পারে। আসলে এই জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ হলেও মন ও মস্তিষ্ককে বিভ্রান্ত করে তোলে। অনেক সময় চোখের সামনে থাকা উত্তরটি খুঁজতে হিমশিম খেতে হয়।

তবে ইতিমধ্যেই যারা ছবির মধ্যে থাকা ভুলগুলি খুঁজে পেয়েছেন মানতেই হবে তারা প্রত্যেকেই জিনিয়াস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধাঁধার সমাধানের আগে ছবিটি মনোযোগ সহকারে দেখা এবং একটু ভিন্ন চিন্তা করলেই ভুলগুলি শনাক্ত করা সক্ষম। নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। 

Image

যাইহোক আপনি যদি এখনো ছবির ভুলগুলি সনাক্ত করতে ব্যর্থ হন তাহলে হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল। প্রথমত, গরুর লেজে চুল নেই। দ্বিতীয়ত, পদ্মফুল সাধারণত পুকুরেই জন্মায়। তৃতীয়ত দুধের ড্রামের গায়ে Milk—র পরিবর্তে ‘Water’ লেখা আছে। জানিয়ে রাখি, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন।