২০ জন বয়ফ্রেন্ডের দেওয়া এক একটি আইফোন বিক্রি করে বাড়ি কিনেছেন এই যুবতী

আপনিও কি তাদের মধ্যে পড়েন যারা গার্লফ্রেন্ডের খরচ যোগাতে গিয়ে ক্লান্ত? আপনার সঙ্গী কি আপনাকে বাইরে নিয়ে গিয়ে ব্যয়বহুল জিনিস কেনার জন্য অনেক অর্থ ব্যয় করায়? তবে জানা উচিত ‘গার্লফ্রেন্ড’ নামক প্রাণীরা কতটা বেপরোয়া হতে পারে। কিছু কিছু এই ধরনের মেয়ে রয়েছে যারা তাদের পরিকল্পনা অনুযায়ী একাধিক বয়ফ্রেন্ড পুষে রাখে। তেমনই একটি ঘটনা এবার সামনে এসেছে।

This Woman Probably Did Not Buy A House With 20 iPhones From 20 Boyfriends

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শেনজেনের বাসিন্দা শিইয়াওলি নামে এক যুবতীর ২০টি বয়ফ্রেন্ড ছিল। সেই সময় বাজারে আইফোন ৭ লঞ্চ করে। তিনি তার প্রত্যেক বয়ফ্রেন্ডের কাছ থেকে একটি করে আইফোন গিফট হিসেবে দাবি করে। আশ্চর্যজনকভাবে, সেই ২০ জন বয়ফ্রেন্ডই তার দাবি পূরণ করেছিল, কিন্তু তারা ওই যুবতীর চরিত্র সম্পর্কে তেমন কিছুই জানতো না।

Apple iPhone 11: China sales could be hurt by no 5G, premium price

এরপর যুবতী সমস্ত আইফোন গুলিকে ১২০,০০০ চাইনিজ ইউনানের (প্রায় ১২ লক্ষ টাকা) বিনিময়ে মোবাইল রিসাইক্লিং সাইটে বিক্রি করেন। তারপর ওই যুবতী মোবাইল বিক্রির জমানো টাকা দিয়ে তার গরিব ফ্যামিলির জন্য একটি ভালো বাড়ি কিনে নেয়। খবরটি প্রকাশ্যে আসতেই তার বয়ফ্রেন্ডরা এখন কি ভাবছে এই বিষয় নিয়ে কিছুই জানা যায়নি। তবে কেউ কেউ ওই যুবতীর মস্তিষ্ক প্রসূত বুদ্ধিকে বাহবা দিচ্ছে।