ভারতীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত হলো সেরা একাদশ, যারা কখনও দলকে নেতৃত্ব দেননি

একজন অধিনায়ক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারণ তিনি প্রতিটি সিদ্ধান্ত তাকেই নিতে হয়। ম্যাচ জয়ের পাশাপাশি যেমন সুনাম অর্জন করেন ঠিক অন্যদিকে পরাজয় হলেও জবাবদিহি করতে হয়। তবে ভারতীয় ক্রিকেটের কথা বললে এমন কিছু সফল খেলোয়াড় ছিলেন বা রয়েছেন যারা দলকে কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। এই প্রতিবেদনের তাদেরই নিয়ে গঠিত হলো একটি একাদশ; এবার দেখে নেওয়া যাক:

□ ওপেনার: নভজোৎ সিং সিধু, ভিভিএস লক্ষ্মণ

Paaji, teach your fast bowler': Aamer Sohail opens up on on-field argument with Navjot Singh Sidhu during 1996 Sharjah match | Cricket - Hindustan Times

প্রথম ভারতীয় ওপেনার নভজোৎ সিং সিধু তার সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। এই আক্রমনাত্মক ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে ৪ হাজারেরও বেশি রান করেছেন। অন্যদিকে ওপেনার হিসেবে ভিভিএস লক্ষ্মণকে রাখা হয়েছে। যদিও তার ব্যাটিং পজিশন ছিল মিডল অর্ডারে। নেতৃত্ব দেওয়া দূরের কথা, ১৬ বছর ক্রিকেট ক্যারিয়ারে তিনি একবারও ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পাননি।

□ মিডিল অর্ডার: চেতেশ্বর পুজারা, বিনোদ কাম্বলি ও যুবরাজ সিং 

ThankYouYuvi: The world reacts to Yuvraj Singh's international retirement

বর্তমান টেস্ট দলে রাহুল দ্রাবিড়ের কিছুটা ছাপ ফেলেছেন চেতেশ্বর পুজারা তার ব্যাটিংয়ের মাধ্যমে। যেকোনও পরিস্থিতিতে ক্রিজে টিকে থাকার ক্ষমতা রয়েছে তার। শচীনের বাল্যকালের বন্ধু বিনোদ কাম্বলিও এই তালিকায় রয়েছেন। তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় হওয়ার পাশাপাশি তার বিতর্ক ক্যারিয়ারকে সংক্ষিপ্ত করে। যুবরাজ সিং একজন দুর্দান্ত সফল ক্রিকেটার হওয়া সত্ত্বেও কখনো ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। ২০১১ বিশ্বকাপে তার অলরাউন্ড পারফরম্যান্সে ভারতীয় দল শিরোপা জিতেছিল। 

□ অলরাউন্ডার: রবিন সিং, রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja's fielding makes him a must-have player in the limited overs - Ajay Jadeja - YouTube

রবিন সিং বিদেশে জন্মগ্রহণ করলেও ভারতের হয়ে ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৯০ দশকের অন্যতম অলরাউন্ডার ছিলেন তিনি। তবে বোলিং এর চেয়ে ব্যাটিংয়ে বেশি অবদান ছিল তার। এদিকে বর্তমানের দুর্দান্ত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ধীরে ধীরে তার ব্যাটিংয়ে উন্নতি করছেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলকে একাই টেনে নিয়ে যান তিনি। 

□ বোলার: রবীচন্দ্রন অশ্বিন, জাহির খান, অজিত আগারকার ও জাভাগাল শ্রীনাথ

Watch: Every wicket Zaheer Khan took during India's victorious 2011 World Cup campaign

গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে না পারার তালিকায় তিনজন ফাস্ট বোলার রয়েছেন। যথাক্রমে অজিত আগারকার ২৮৮ উইকেট, জাহির খান ২৮২ উইকেট এবং জাভাগাল শ্রীনাথ ৩১৫টি উইকেট নিয়েছেন।