ভারতের যে গ্রামে প্রথম সূর্য উদিত হয়, ভোর ৪টা থেকে সূর্যোদয় দেখতে মানুষেরা ভিড় করেন

জাপানকে সূর্যোদয়ের দেশ বলে, তবে জানেন কি ভারতের কোন অংশে প্রথম সূর্যের রশ্মি পড়ে? সকলেরই জানা ‘সেভেন সিস্টার’ নামক রাজ্যে সূর্য প্রথম উদিত হয়। অরুণাচল প্রদেশে এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রথম সূর্যের রশ্মি পড়ে। এই জায়গাটি ডং নামে পরিচিত। 

Image

অপরূপ প্রাকৃতিক দিক দিয়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। ভোর ৪টে এখানে সূর্যোদয় হয় এবং এই সৌন্দর্য দৃশ্য দেখতে দেশ বিদেশের মানুষেরা এখানে বেড়াতে আসেন। আপনি যদি ভারতের অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই জায়গাটি সেরা হতে পারে। 

Image

ডং হলো অরুণাচল প্রদেশের আনজু জেলার একটি গ্রাম, যা এক ১২৪০ মিটার ফুট উচ্চতায় অবস্থিত। এই স্থানটি তার প্রাকৃতিক ও সৌন্দর্যের জন্য পরিচিত। ভ্রমণকারী ও চিত্রসংগ্রহকারীরা উৎসাহের সাথে এই জায়গায় ঘুরতে যান। ভারত, মায়ানমার ও চীন এই তিন দেশের সীমায় অবস্থিত।

Image

এই জায়গায় যেতে হলে প্রথম ওয়ালং পৌঁছাতে হবে। কারণ এই জায়গাটি হল ট্রেকিংয়ের জন্য প্রধান পয়েন্ট। এখান থেকে ডং উপত্যকায় পৌঁছাতে সময় লাগবে ৯০ মিনিট। তাই সূর্যোদয় দেখতে হলে আপনাকে রাত ২টো থেকে আহরণ শুরু করতে হবে। এই ট্রাক কিছুটা কঠিন হলেও খুবই সুন্দর এবং সবুজ তৃণভূমি আপনার সমস্ত ক্লান্তিকে দূর করবে।

Image

যেহেতু অরুণাচল প্রদেশ একটি সীমাবদ্ধ এলাকা এবং তাই এই রাজ্যটিতে প্রবেশের জন্য ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। আপনি অনলাইন থেকেও আবেদন করতে পারেন। একবার পারমিট পেয়ে গেলে আপনি এই জায়গায় ছাড়া অরুণাচলের অন্যান্য জায়গাগুলিতেও যেতে পারবেন।