T20-তে ১২ বলে দ্রুত হাফসেঞ্চুরি করেছেন এই তিন ব্যাটসম্যান; যুবরাজের ইনিংসটি সেরা

টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর দর্শকদের বিনোদনের মাত্রাকে দ্বিগুণ করেছে। ব্যাটসম্যানরাও স্ট্রাইক রেটের কথা মাথায় রেখে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। এই সীমিত ওভারের ক্রিকেটে যে যত কম বলে পারছেন হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি করে নিত্যনতুন রেকর্ড করছেন।  

আজকের প্রতিবেদন রয়েছে, টি-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত ১২ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন ৩ জন ব্যাটসম্যান। এর মধ্যে কেবল যুবরাজ সিং একমাত্র খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

১) যুবরাজ সিং: 

6,6,6,6,6,6: Revisiting Yuvraj Singh's devastating over against England - OrissaPOST

২০০৭ সালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ তম ওভারে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেন যুবরাজ সিং। এর পাশাপাশি তিনি দ্রুততম ১২ বলে হাফ সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেন। যুবরাজ ৭টি ছক্কা ও ৩টি বাউন্ডারির সাহায্য ১৬ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই ইনিংসটি আজও সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্জ্বল।

২) ক্রিস গেইল: 

Image

২০১৬ সালে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে তিনি ৭টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ১৭ বলে ৫৬ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। 

৩) হজরতুল্লাহ জাজাই:

Image

আশ্চর্যের ব্যাপার এই তালিকায় প্রত্যেকেই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের প্রিমিয়ার লিগে আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই কাবুল জাওয়ানানের হয়ে ১২ বলে হাফসেঞ্চুরি করেন। এই ম্যাচে তিনি ওপেনিং করতে নেমে ১৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।