General Knowledge Quiz: আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সাধারণ জ্ঞানের পাশাপাশি বর্তমান সময়ের ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর সম্পর্কে জেনে রাখা উচিত। সুতরাং এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা পরীক্ষার প্রশ্নপত্রে আসতে পারে। ফলে আপনি সহজেই উত্তর দিতে পারবেন, এবার তা দেখে নেওয়া যাক…
১) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি?
ক) চড়ুই
খ) তোতাপাখি
গ) হার্মিংবার্ড
ঘ) নীল ঈগল
উত্তর: গ) হার্মিংবার্ড
— হার্মিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এ দৈর্ঘ্য মাত্র ৫৭ মিমি ও ওজন মাত্র ১.৬ গ্রাম, যা একটি কয়েনের থেকেও কম। জানিয়ে রাখি এই পাখিটি কেবল ক্যারিবিয়ান সাগরের অবস্থিত কিউবা দেশে দেখতে পাওয়া যায়।
২) প্রশ্ন: ভারতের প্রথম দেশীয় কম্পিউটারের নাম কি ছিল?
ক) সিদ্ধার্থ
খ) আকাশ
গ) পরম
ঘ) ভিক্টর
উত্তর: ক) সিদ্ধার্থ
— ভারতবর্ষের প্রথম দেশীয় কম্পিউটারের নাম ছিল সিদ্ধার্থ।
৩) প্রশ্ন: আইসিসি (International Cricket Council) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) ইংল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) দুবাই
উত্তর: ঘ) দুবাই।
— আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাইতে অবস্থিত।
৪) প্রশ্ন: বিশ্বের সবচেয়ে সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
ক) ফ্রান্স
খ) চীন
গ) সৌদি আরব
ঘ) জার্মানি
উত্তর: খ) চীন
— চীন বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ। ২০২১ সালে চীনের সোনার উৎপাদন ছিল বিশ্বব্যাপী মোট উৎপাদনের ১২%।
৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্য ‘ঘুমন্ত রাজ্য’ (Sleeping State of India) নামে পরিচিত?
ক) নাগাল্যান্ড
খ) গোয়া
গ) মধ্যপ্রদেশ
ঘ) গুজরাট
উত্তর: গ) মধ্যপ্রদেশ
— ভারতের মধ্যপ্রদেশ রাজ্যকে ‘ঘুমন্ত রাজ্য’ বলা হয়।