Cricket
৯০-র ঘরে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন এই ৬ জন ব্যাটসম্যান
একজন ব্যাটসম্যানের পক্ষে সেঞ্চুরি হাঁকানো যতটা আনন্দময় হয়ে থাকে তার চেয়েও বেশি চাপে থাকতে হয় নব্বইয়ের ঘরে ব্যাট করার সময়। ক্রিকেটের ভাষায় একে ‘নার্ভাস নাইনটিস’ বলা হয়। অনেক ব্যাটসম্যান রয়েছেন যারা এই সময়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বারবার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।
আজকের আলোচ্য বিষয়ে রয়েছে, ক্রিকেট ইতিহাসে যে ৬ ব্যাটসম্যান সর্বাধিক ৯০ এর ঘরে আউট হয়েছেন! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-
৬) কেন উইলিয়ামসন: ১১ বার
বর্তমানে অন্যতম সেরা অধিনায়ক তথা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে। এর আগে তিনি একা হাতে বহু ম্যাচ জিতিয়েছেন। তবে সেঞ্চুরি করার আগের মুহূর্তে তার চেহারায় দেখা গেছে স্নায়ুবিক ছাপ যে কারণে তিনি তার ক্যারিয়ারে মোট ১১ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন।
৫) ম্যাথু হেডেন: ১১ বার
অস্ট্রেলিয়া দলের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাথু হেডেন ও অ্যাডাম গিলক্রিস্ট এর জুটি ছিল বিপক্ষ দলের বোলারদের কাছে এক দুঃস্বপ্নের মতো। তবে সেঞ্চুরি করার আগের মুহূর্তে তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে মোট ১১ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন।
৪) রিকি পন্টিং: ১১ বার
অস্ট্রেলিয়াকে দুই বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক রিকি পন্টিং এর নেতৃত্বে তার দল উন্নতির শিখরে পৌঁছায়। তার ম্যাচ হারার চাপ না থাকলেও তিনি সেঞ্চুরি করার আগের মুহূর্তে অতিরিক্ত স্নায়বিক চাপে ভুগতেন। সেই কারণে তিনি তার ক্যারিয়ারে মোট ১১ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন।
৩) এবি ডি ভিলিয়ার্স: ১২ বার
ক্রিকেটের ইতিহাসে ৩৬০° ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যেকোনো মুহূর্তে বিপক্ষ দলকে ছারখার করে দেয়ার ক্ষমতা ছিল তার, তবে সেঞ্চুরি করার আগে তার স্নায়ুচাপ না থাকলেও নব্বইয়ের ঘরে আউট হয়েছেন মোট ১২ বার।
২) রাহুল দ্রাবিড়: ১২ বার
ক্রিকেট বিশ্বে রাহুল দ্রাবিড় দ্য ওয়াল নামে পরিচিত। অপর প্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি থামের মত দাঁড়িয়ে থাকতেন আরেক প্রান্তে। তবে ৯০ ঘরে এলে তার চেহারায় অতিরিক্ত স্নায়বিক চাপ লক্ষ্য করা যেত এবং পুরো শরীর থেকে ঘামের জল বেড়িয়ে আসতো। এই সময়ে তিনি আউট হয়েছেন মোট ১২ বার।
১) শচীন টেন্ডুলকার: ২৭ বার
আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১০০টি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার তিনি তার ক্যারিয়ারে আরো কতগুলো সেঞ্চুরি করতে পারতেন যদি তাকে ‘নাইন্টিস নার্ভাস’ ছিঁড়েখুঁড়ে না খেত। পরিসংখ্যানের কথা বললে, টেস্টে ১০ বার এবং ওয়ানডেতে ১৭ বার, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৭ বার ৯০-এর ঘরে আউট হয়ে ফিরেছেন।
