ভারতীয় মুদ্রা: পুরনো ৫ টাকার কয়েন প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন জানেন

শুধু পাঁচ টাকার পার্লে-জি বিস্কুট বা ম্যাগি নয়, পাঁচ টাকার কয়েনও ছোট হয়ে গেছে। আগের তুলনায় ওজনের হালকা এবং আরও চকচকে হয়েছে। তবে কখনো ভেবেছেন কি পুরনো ভারতীয় পাঁচ টাকার কয়েনগুলো দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ভারতের পুরনো পাঁচ টাকার কয়েনগুলি ব্যাপকভাবে চোরাচালান হয়। বাংলাদেশী অসৎ ব্যবসায়ীরা এদেশ থেকে পাঁচ টাকায় কয়েনগুলো কিনে নিয়ে গিয়ে তারা ব্লেড তৈরির কাজে লাগায়।

Image

আগেকার ৫ টাকার কয়েনগুলো ওজনে বেশি ও ধাতুর মান অনেক বেশি ছিল। সেগুলো দিয়ে তারা ব্লেড তৈরি করত। একটা কয়েন গলিয়ে ৬টি ব্লেড তৈরি হতো আর প্রতিটি ব্লেড বিক্রি হত ২ টাকায়। এভাবে তারা ৫ টাকায় কয়েন কিনে ১২ টাকার পণ্য বিক্রি করতো।

এরপর ভারতীয় সরকারের কাছে এই তথ্য পৌঁছালে, দ্রুত চোরাচালান রুখতে কয়েনের আকৃতির পরিবর্তন আনে। কয়েনগুলির ধাতুর পরিমাণ কমিয়ে দেয় এবং ওজনে হালকা হয়। এরফলে অবৈধ কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যদিও বর্তমানে পাঁচ টাকার সোনালী রঙের কয়েন দেখতে খুবই সুন্দর।