টেস্টে শেহবাগের স্ট্রাইক রেট ওয়ানডের বিখ্যাত এই ৬ ব্যাটসম্যানের চেয়েও বেশি

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ সাদা জার্সিতে যেভাবে আক্রমনাত্মক ব্যাটিং করেছেন, তা অনেকে ওয়ানডে ক্রিকেটেও পারেননি। ক্রিকেটের ফরম্যাট যেমনই হোক না কেন শেহবাগ তার নিজস্ব স্টাইলে ব্যাটিং করতেন। ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলা শেহবাগের স্ট্রাইক রেট ৮২.২৩ — যা কিছু বিখ্যাত ব্যাটসম্যানের ওয়ানডে স্ট্রাইক রেটের চেয়েও বেশি। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

১) রাহুল দ্রাবিড়: ৭১.২৪ স্ট্রাইক রেট

   

ক্রিকেট ইতিহাসে রাহুল দ্রাবিড় “দ্য ওয়াল” নামে পরিচিত। বিশ্বের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। তবে ওয়ানডে খেলায় অতিরিক্ত ডিফেন্ড করতে গিয়ে তার স্ট্রাইক রেট অনেক নিচে নেমে যায়। পরিসংখ্যানের কথা বললে, ৩৪৪ ওডিআই ম্যাচে দ্রাবিড়ের স্ট্রাইক রেট – ৭১.২৪। 

২) সৌরভ গাঙ্গুলী: ৭৩.৭১ স্ট্রাইক রেট

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় দল চূড়ান্ত সাফল্য লাভ করে। তার ব্যাট থেকে বড়ো বড়ো ছক্কা দেখা গেলেও ওডিআই খেলায় তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না। পরিসংখ্যানের কথা বললে, ৩১১ ওডিআই ম্যাচে সৌরভের স্ট্রাইক রেট – ৭৩.৭১। 

৩) ইনজামাম-উল-হক: ৭৪.২৪ স্ট্রাইক রেট

পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে ইনজামাম-উল-হক অন্যতম। এছাড়াও বিশ্বের অন্যতম অলস ক্রিকেটার হিসেবেও পরিচিত তিনি। পরিসংখ্যানের কথা বললে, ৩৭৮ ওডিআই ম্যাচে ইনজামামের স্ট্রাইক রেট – ৭৪.২৪।  

৪) কুমার সাঙ্গাকারা: ৭৮.৮৬ স্ট্রাইক রেট

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চরান সংগ্রহকারী কুমার সাঙ্গাকারা ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করেছিলেন। এরপর ২০১৯ বিশ্বকাপে তা রোহিত শর্মা ভেঙে দেন। পরিসংখ্যানের কথা বললে, ৪০৪ ওডিআই ম্যাচে সাঙ্গাকারার স্ট্রাইক রেট – ৭৮.৮৬।

৫) ব্রায়ান লারা: ৭৯.৫১ স্ট্রাইক রেট

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের ইনিংসটি আজও কেউ ভাঙতে পারেনি। পরিসংখ্যানের কথা বললে, ২৯৯ ওডিআই ম্যাচে লারার স্ট্রাইক রেট – ৭৯.৫১।

৬) রিকি পন্টিং: ৮০.৩৯ স্ট্রাইক রেট

অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক রিকি পন্টিং যার নেতৃত্বে অস্ট্রেলিয়া দুইবার চ্যাম্পিয়ন হয়। পরিসংখ্যানের কথা বললে, ৩৭৫ ওডিআই ম্যাচে পন্টিংয়ের স্ট্রাইক রেট – ৮০.৩৯, যা বীরেন্দ্র শেবাগের টেস্ট স্ট্রাইক রেটর চেয়েও কম।