বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল এটি, শুধুমাত্র ধনকুবেররাই এই জলে গলা ভেজতে পারেন!

Most expensive water in the world: জল ছাড়া কারও বেঁচে থাকা সম্ভব নয়, তাই এর অপর নাম ‘জীবন’। পৃথিবীর অধিকাংশ মানুষই মাটির তলা থেকে নলকূপের সাহায্যে সাধারণ জল পান করেন। যেখানে বিশ্বের কোটিপতিরা নামি দামি কোম্পানির জলে গলা ভেজান। আজকাল বাজারে ১০-২০ টাকা দামের জল পাওয়া যায়। তবে এই প্রতিবেদনে এমন একটি জলের বোতলের কথা বলা হয়েছে, যার দাম শুনলে অবাক হতে পারেন।

Image

জানা গেছে, বিশ্বের সবথেকে দামী জলের নাম ‘অ্যাকোয়া দি ক্রিস্তালো ট্রিবুতো আ মোদিগিলানি’৷ ২০১০ সালে বিশ্বের সবচেয়ে দামি জল হিসেবে এটি গিনিস বুকে জায়গা করে নেয়। জলটির প্যাকেজে লেখা থাকে আকাশছোঁয়া দামে রহস্য। ৭৫০ মিলিলিটার বোতল তৈরি হয়েছে ২৪ ক্যারেটের খাঁটি সোনায়। যা ভারতীয় মুদ্রা এর দাম ৪৫ লক্ষ টাকারও বেশি। শুধুমাত্র ধনকুবেররাই এই জলে তেষ্টা মেটাতে পারেন।

Image

দাবি করা হয়েছে, এই জলটিতে ২৪ ক্যারেটের ৫ গ্রাম খাঁটি সোনা মেশানো থাকে। যার কারণে জলের ক্ষারকীয়ত্ব বৃদ্ধি পায় না। তাই বলা হয়, প্রতি বোতলে বিশ্বের তিনটি জায়গা থেকে জল ভরা হয়। এই তিনটি অংশের উৎস হল ফ্রান্সের বিশেষ একটি ঝর্ণা, ফিজির একটি বিশেষ প্রস্রবণ এবং তৃতীয় উৎস হল আইসল্যান্ডের হিমবাহ।

Image

এক দশকেরও বেশি সময় আগে অ্যাকোয়া দি ক্রিস্তালো ট্রিবুতো আ মোদিগিলানি জলটি নিলামে বিক্রি হয়েছিল ৪৯ লক্ষ টাকারও বেশি দামে। এই জলের বোতল ডিজাইন করেছেন ফার্নান্দো আলতামিরানো। তার এই নকশা তৈরি বোতলেই থাকে মহার্ঘ পানীয় জল। এছাড়াও আরো একটি বহু মূল্য পানীয় জাপানের কোনা নিগারি।

Image

জাপানী কোম্পানির এই বিশেষ জলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফিট গভীর থেকে সংগ্রহ করা হয়, যা খনিজ সমৃদ্ধ। বলা হয় এতে এমন কিছু খনিজ আছে যা ওজন কমাতে সাহায্য করে। কোনা নিগারি র ৭৫০ মিলিটারের বোতলের দাম ৪০২ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার টাকা। এর ১ লিটার বোতলের দাম ৪৪ হাজার টাকা। গভীর সমুদ্র থাকা ইলেক্ট্রোলাইটসে সমৃদ্ধ এই পানীয়।