তীব্র রেডিওশন ছড়ানো স্মার্টফোনগুলির তালিকা প্রকাশ করেছে জার্মান গবেষকরা

স্মার্ট ফোন ছাড়া আমাদের এক মূহূর্তের জন্যও চলে না। তবে জার্মানির একদল গবেষকরা দেখেছেন যে এটি শরীরে খুবই মারাত্মক প্রভাব ফেলছে। এরমধ্যে কয়েকটি স্মার্টফোনের রেডিওশন সবচাইতে বেশি যেগুলি ব্যবহার করলে শারীরিকভাবে নানান সমস্যা দেখা দিতে পারে। রেডিয়েশন থেকে বহু জটিল রোগের সৃষ্টি হতে পারে; এমনকি ক্যান্সার পর্যন্ত। 

Image

যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেখানে সবার শীর্ষে রয়েছে শাওমির স্মার্ট ফোনের Mi A1, এটি ২০১৭ সালে ভারতের মার্কেটে বহুলভাবে ছেয়ে গিয়েছিল। এই স্মার্টফোনটি প্রচুর বিক্রি হয়েছিল এখনও বহু মানুষ এই স্মার্টফোনটি ব্যবহার করছেন। মাঝারি অল্প দামের এই মোবাইলটিতে উন্নত মানের স্পেসিফিকেশন থাকায়। জানা গিয়েছে এই মোবাইলটি প্রতিকেজিতে ১.৭৫ ওয়াট রেডিয়েশন বিকিরণ করছে। 

দুই নম্বরে রয়েছে One plus 5t, যার প্রতিকেজিতে ১.৬৮ ওয়াট রেডিয়েশন ছড়াচ্ছে। এরপর শাওমি কোম্পানির MI Max 3, যার রেডিয়েশনের মাত্রা প্রতি কেজিতে ১.৫৮ ওয়াট। এরপরের যেসকল স্মার্টফোনগুলি তালিকায় রয়েছে তা হলো এইচটিসি, গুগল, অ্যাপেল ও সোনির মতো বিভিন্ন নামিদামি স্মার্টফোন।  

Image

এই তালিকাটি প্রকাশিত হয়েছে জার্মানের একটি গবেষণাগার থেকে। যদি আপনি এর মধ্যে কোনও স্মার্টফোন ব্যবহার করেন তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনাকে কয়েকটি দিকে সর্তকতা অবলম্বন করতে হবে। এই ধরনের স্মার্টফোন গুলি দিয়ে কখনই দীর্ঘক্ষন কানে লাগিয়ে কথা বলবেন না। যদি কথা বলতে হয় তাহলে ভয়েস চ্যাট কিংবা টেক্সট করুন। 

কল করার সাথে সাথেই কানে মোবাইল দেবেন না যতক্ষন না সেই ব্যক্তি ফোনটি রিসিভ করছেন। সব থেকে ভাল হয় আপনি হেডফোন লাগিয়ে কথা বলুন। তবে যেখানে মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেসব জায়গায় ফোন কানে ফোন দেওয়া উচিত নয়।