ক্রিকেটে সর্বোচ্চ বেতনভুক্ত ৭ অধিনায়ক, একজনের আয় কোহলির থেকেও বেশি

ক্রিকেট খেলা যখন শুরু হয়েছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই খেলায় প্রচুর অর্থ আসবে। বর্তমান সময়ে সমস্ত দলের শীর্ষ খেলোয়াড়রা কোটি কোটি টাকা আয় করেন। যদিও তাদের তুলনায় অধিনায়কদের বেতন আরও বেশি। তবে কিছু দল অনেক বেশি বেশি অর্থ দিয়ে থাকে আবার কিছু দল অনেক কম অর্থ প্রদান করে। 

☞ আজকের প্রতিবেদনে, বিশ্বের সর্বোচ্চ ৭ জন বেতনভুক্ত অধিনায়কের সম্পর্কে বিস্তারিত রইল:

৭) পাকিস্তান: বাবর আজম ৬২.৪০ লাখ টাকা

From tape-ball cricket to the top of the world: Babar Azam's incredible rise

পাকিস্তান ক্রিকেট দলে গত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। সরফরাজ আহমেদ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের হয়ে তিনটি ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন, কিন্তু এখন সেই দায়িত্ব পালন করছেন বাবর আজম। পাকিস্তানি খেলোয়াড়রা খুব বেশি বেতন না পেলেও বাবর আজম প্রতিবছর ৬২.৪০ লাখ টাকা বেতন পান।

৬) শ্রীলঙ্কা: দিমুথ করুণারত্নে ৭১.৩২ লক্ষ টাকা

If you want to compete.... you definitely have got to have a good batting  line-up - Dimuth Karunaratne

বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন দিমুথ করুণারত্নে। করুণারত্নে বর্তমানে দুটি ফরম্যাটের ওয়ানডে ও টেস্টের দায়িত্বে রয়েছেন, অন্যদিকে শ্রীলঙ্কার বর্তমানে টি-২০ ফর্ম্যাটে কোনও অধিনায়ক নেই। করুণারত্নের বেতনের কথা বললে তিনি প্রায় ৭২ লক্ষ টাকা বেতন পান।

৫) দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার ও টেম্বা বাভুমা ৭৩.৪২ লক্ষ টাকা

South Africa name Dean Elgar Test captain and Temba Bavuma ODI and T20I  captain

ইদানিংকালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ব্যবস্থায় ঘনঘন পরিবর্তন দেখা দিয়েছে। সম্প্রতি ফ্যাফ ডু প্লেসিস টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অন্যদিকে ডেল স্টেন সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। এই পরিস্থিতিতে কুইন্টন ডি ককের পর টেস্ট দলের নতুন অধিনায়ক ডিন এলগার এবং সীমিত ওভারের দায়িত্বে রয়েছেন টেম্বা বাভুমা। উভয়েরই বার্ষিক আয় প্রায় ৭৪ লাখের কাছাকাছি।

৪) নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন ৩.১৭ কোটি টাকা

NZ vs Pak: Williamson, Nicholls put NZ in command against Pak - OrissaPOST

গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পালন করছেন কেন উইলিয়ামসন। গত ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল কিউইরা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে প্রতি বছর ৩.১৭ কোটি টাকা বেতন দেয়।

৩) অস্ট্রেলিয়া: টিম পেইন ও অ্যারন ফিঞ্চ ৪.৮৭ কোটি টাকা

Tim Paine dropped, Aaron Finch to captain Australia in ODI series vs South  Africa - Sports News

২০১৮ সালে স্টিভ স্মিথ বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গেলে অস্ট্রেলিয়া দল সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চ আর অন্যদিকে টেস্ট দলে নেতৃত্ব দেওয়া হয় টিম পেইনকে। এই দুই ক্যাঙ্গারু অধিনায়কের বেতনে একই। উভয়কেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রতি বছর বেতন হিসেবে ৪.৮৭ কোটি টাকা প্রদান করে।

২) ভারত: বিরাট কোহলি ৭ কোটি টাকা

Need to bring in right people with right mindset: Virat Kohli hints at Test  side overhaul | Deccan Herald

ভারতীয় দলের তিনটি ফরম্যাটেই দায়িত্বে রয়েছেন বিরাট কোহলি। বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের উপর প্রচুর টাকা দিয়ে থাকে। A+ ক্যাটাগরিতে থাকা বিরাট কোহলিকে প্রতি বছর বিসিসিআই ৭ কোটি টাকা বেতন দিয়ে থাকে। শীঘ্রই বিসিসিআই তার বেতন আরও বাড়াতে পারে।

১) ইংল্যান্ড: জো রুট ৮.৯৭ কোটি টাকা, ইয়ন মর্গ্যান ১.৭৫ কোটি টাকা

Eoin Morgan remains coy on whether Joe Root is part of England's future T20  plans

জো রুট টেস্ট দলের অধিনায়ক হলেও ইয়ন মর্গ্যান বর্তমানে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের অধিনায়ক। গত বছর ইয়ন মর্গ্যান তার অধিনায়কত্বে ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেন। তবে উভয়ের বার্ষিক বেতন এর দিক দিয়ে আকাশ-পাতাল ফারাক রয়েছে। যেহেতু ইংল্যান্ড দল টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয় বলে জো রুট এর বার্ষিক বেতন ৮.৯৭ কোটি টাকা। আর অন্যদিকে ইয়ন মর্গ্যানের বার্ষিক বেতন মাত্র ১.৭৫ কোটি টাকা।