৪ ভারতীয় অধিনায়ক, যারা আইসিসি টুর্ণামেন্টে সর্বাধিক বার ফাইনাল ম্যাচ খেলেছেন

এখনও অবধি ভারতীয় দল আইসিসি আয়োজিত ১০ বারের ফাইনাল খেলেছে। এর মধ্যে কেবল ৪ বার জয় আসে। প্রসঙ্গত, ভারতীয় দলে অনেক দুর্দান্ত অধিনায়ক এসেছেন, যার মধ্যে কয়েকজনই টিম ইন্ডিয়াকে আইসিসির আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে তুলতে সক্ষম হয়েছিল।

আজকের প্রতিবেদনে রয়েছে, ৪ ভারতীয় অধিনায়ক, যারা আইসিসি টুর্ণামেন্টে সর্বাধিক বার ফাইনাল ম্যাচ খেলেছেন; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

৪) কপিল দেব: ১ বার

World cup trophy - Stories for the Youth!

আইসিসি আয়োজিত ১৯৮৩ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল ওঠে ভারতীয় দল। কপিল দেবের নেতৃত্বে ‘অপ্রতিরোধ্য’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই বিশ্বজয় ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিল এক লহমায়।

৩) বিরাট কোহলি: ২ বার

এখনও পর্যন্ত বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল দুইবার আইসিসি আয়োজিত ফাইনালে উঠেছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০০৩ বিশ্বকাপের স্মৃতি বয়ে আনে। সেই টসে জিতে ফিল্ডিং নেওয়া এবং বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে বিশাল ব্যবধানে পরাজয়।

Virat Kohli: Full list of records set by the Indian skipper on Day 2 of the Pune Test | Cricket News - Times of India

সম্প্রতি দুই বছরের ঠোর পরিশ্রমে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টের ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে অতি সহজেই পরাজিত হয়।

২) সৌরভ গাঙ্গুলী: ৩ বার

২০০০ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ওঠে। এই ম্যাচে তিনি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও কোনো কাজে আসেনি। ক্রিস কেয়ার্নসের পাল্টা সেঞ্চুরিতে স্বপ্নভঙ্গ হয় ভারতের। এরপর ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে মুখোমুখি হলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। 

Cricketing Trends on Social Media Today

২০০৩ বিশ্বকাপ জোহান্সবার্গের ফাইনাল ম্যাচ – আজও এক ভয়ঙ্কর স্মৃতি! রিকি পন্টিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে ভারতীয় বোলাররা বিধ্বস্ত হয়েছিল। এরপর ৩৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মুখ থুবরে পড়ে সৌরভ গাঙ্গুলীর দল।

১) মহেন্দ্র সিং ধোনি: ৪ বার

সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি আয়োজিত ৪ বার ফাইনাল ম্যাচ খেলে ভারতীয় দল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ তুর্কিদের প্রথমবার বিশ্বকাপ জয় লাভ করে। এরপর ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা দলকে পরাজিত করে ধোনির নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জয়লাভ করে।

A decade later, still fresh in our minds: BCCI recalls India's 2011 World Cup triumph- The New Indian Express

সর্বশেষ ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মিডল অর্ডারের ব্যর্থতায় খুবই বাজেভাবে হেরেছিল ভারতীয় দল।