টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় পেয়েছে এই পাঁচটি দল

টি-টোয়েন্টিতে বেশিরভাগ অধিনায়কেরা টসে জিতে ফিল্ডিং নেন। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, সবক্ষেত্রেই টসে জিতে ফিল্ডিং নেওয়া উচিত নয়। ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই সীমিত ওভারের ক্রিকেটে যারা প্রথমে ব্যাট করেছে তারাই বেশিরভাগ জয় পেয়েছে; এমনকি বড় রানের ব্যবধানে।

আজকের প্রতিবেদনে রয়েছে, T20-তে সবচেয়ে বড় রানের ব্যবধানের জয় পেয়েছে যে পাঁচটি দল; এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:-

৫) অস্ট্রেলিয়া: ১৩৪ রানের ব্যবধানে জয়ী

Australia vs Sri Lanka, 3rd T20, MCG, Highlights: David Warner, Bowlers Help AUS Complete Series Sweep

২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে। জবাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ৯ উইকেট হারিয়ে ৯৯ রান তুলতেই সক্ষম হয়। ফলে ক্যাঙ্গারু দল ১৩৪ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।

৪) ইংল্যান্ড: ১৩৭ রানের ব্যবধানে জয়ী

England hold their nerve against South Africa to set up mouthwatering series decider in Centurion

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৫ রানে গুটিয়ে যায়। ফলে ইংল্যান্ড ১৩৭ রানের ব্যবধানে জয়ী হয়।

৩) পাকিস্তান: ১৪৩ রানের ব্যবধানে জয়ী

Bangladesh meet Pakistan to set up date with India

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। জবাবে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় এবং ১৪৩ রানের বিশাল ব্যবধানে পাকিস্তান জয়ী হয়।

২) ভারত: ১৪৩ রানের ব্যবধানে জয়ী

1st T20I: India beat Ireland by 76 runs in Dublin

২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে। জবাবে আইরিশ ব্যাটসম্যানরা মাত্র ৭০ রানে অলআউট হয়। এর ফলে ভারতীয় দল ১৪৩ রানের বড় ব্যবধানে জয়ী হয়।

১) শ্রীলঙ্কা: ১৭২ রানের ব্যবধানে জয়ী

Sri Lanka "Sold" 2011 Cricket World Cup Final, Says Former Sports Minister | Cricket News

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। জবাবে কেনিয়া মাত্র ৮৮ রানে গুটিয়ে যায়। এরফলে শ্রীলঙ্কা ১৭২ রানের বিশাল ব্যবধানে জয় পায় – যা একটি বিশ্বরেকর্ড।