রোহিতের ঝুলিতে এমন ৫টি রেকর্ড রয়েছে যা বিরাট কোহলির পক্ষে ভাঙ্গা সম্ভব নয়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে রোহিত শর্মাও কোন অংশে পিছিয়ে নেই। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। গত বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছে ৫টি সেঞ্চুরি। এছাড়াও তার নামের পাশে রয়েছে ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি।

টিম ইন্ডিয়ার এই দুই গেম চেঞ্জার ব্যাটসম্যানের মধ্যে সর্বদায় তুলনা করা হয়। বিরাট কোহলিরও অজস্র রেকর্ড রয়েছে। তবে এমন কয়েকটি রেকর্ড রোহিত শর্মার নামে রয়েছে যা বিরাট কোহলি অর্জন করতে পারে নি। আজকের আলোচ্য বিষয়ে সেই রেকর্ড গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক :-

১) ওয়ানডেতে ৩টি ডাবল সেঞ্চুরি:

Rohit Sharma double century lights up Bangalore on Diwali | Cricket News

সীমিত ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানো সহজ নয়, আর ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা – যা একটি বিশ্বরেকর্ড। তবে বিরাটের সর্বোচ্চ স্কোর ১৮৩, যা পাকিস্তানের বিপক্ষে বড় রান তাড়া করতে এসেছিল। এই ম্যাচে কোহলির ডাবল সেঞ্চুরি করার বড় সুযোগ ছিল, কিন্তু তিনি ব্যর্থ হন। এমনকি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটিও (২৬৪) রোহিতের নামে রয়েছে। 

২) অভিষেক টেস্টে রাজকীয় ইনিংস:

Test opener Rohit Sharma, Gill earns call-up, Rahul dropped: Takeaways from  India's squad against SA

২০১৩ সালে শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে অভিষেক করেন রোহিত শর্মা। সম্ভবত ভাগ্য তার সহায় ছিল এবং প্রিয় মাঠ ওয়াংখেড়েতে ১৭৭ রানের একটি রাজকীয় ইনিংস খেলেন। অন্যদিকে ২০১১ সালে বিরাট কোহলি অভিষেক টেস্টে দুই ইনিংসেই (৪ ও ১৫ রান) ব্যর্থ হন।

৩) একই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি:

I want to win World Cups, it's a dream of all of us together': Rohit Sharma | Cricket News – India TV

তিনটি বিশ্বকাপে বিরাট কোহলির দুটি সেঞ্চুরি রয়েছে আর সেখানে রোহিত শর্মা দুটি বিশ্বকাপে মোট ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪টি সেঞ্চুরি ছিল। এরপর ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা ৫টি সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন। 

৪) ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছক্কা:

Mumbai T20I: Rohit Sharma 1st Indian to hit 400 international sixes - Sports News

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত। শুধু তাই নয়, সর্বোচ্চ ছক্কার রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছেন তিনি (২৪৪টি)। অন্যদিকে বিরাট কোহলি ছক্কা হাঁকানোর দিক থেকে রোহিত তুলনায় অনেকটাই পিছিয়ে (১২৬টি)।  

৫) পঞ্চম বার আইপিএল ট্রফি জয়:

Rohit Sharma celebrates Dream11 IPL 2020 title win with adorable gesture; watch video

২০১৩ আইপিএলে একই বছরে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই অধিনায়ক হন। রোহিত এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন। কিন্তু এই স্বপ্ন বিরাট কোহলির অধরাই রয়ে গেছে।