T-20 বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা যে ৫টি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন

এখনও পর্যন্ত আইসিসি দ্বারা আয়োজিত ৬ বার T-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তবে সুরেশ রায়না একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের এই কৃতিত্ব নেই। এবার জেনে নেওয়া যাক T-20 বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের সর্বোচ্চ ৫টি ব্যক্তিগত রানের ইনিংস:-

১) সুরেশ রায়না: ১০১ রান

On this day in 2010: Suresh Raina became first Indian player to smash T20I  hundred- The New Indian Express

২০১০ সালের T-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুরেশ রায়না ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৬০ বলে ১০১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। T-20 বিশ্বকাপে এটিই ছিল ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একমাত্র সেঞ্চুরি। রায়নার দাপটে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭২ রানে আটকে যায়।

২) বিরাট কোহলি: ৮৯* রান

Virat Kohli Trends™ on Twitter: "Most Runs in 2016 world t20 tournament  from India Virat Kohli – 273 MS Dhoni – 89 Rohit Sharma – 88 Lone Warrior  in The Batting Line

২০১৬ সালের T-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরাট কোহলি ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ১টি ছক্কা। সৌজন্যে ভারতীয় দল ২ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। জবাবে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ম্যাচের ২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়।

৩) বিরাট কোহলি: ৮২* রান

India beat Australia India won by 6 wickets (with 5 balls remaining) -  Australia vs India, World T20, 31st Match, Super 10 Group 2 Match Summary,  Report | ESPNcricinfo.com

২০১৬ সালের T-20 বিশ্বকাপে বিরাট কোহলি জীবনের সেরা ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলে। জবাবে ভারতীয় দলের ‘রান মেশিন’ কোহলি ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ২টি বিশাল ছক্কা।

৪) রোহিত শর্মা: ৭৯* রান

Sharma helps India to win - Eurosport

২০১০ সালের T-20 বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়। এই ম্যাচে রোহিত শর্মা শেষপর্যন্ত একাই লড়ে যান, কিন্তু দলকে জয় দিতে ব্যর্থ হয়েছিলেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৮৪ রান তোলে। জবাবে ভারত ৫০ রানের মাথায় ৭ উইকেট হারায়। কিন্তু একপ্রান্তে রোহিত শর্মা ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। হরভজন (১৩) আর রোহিত ছাড়া কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পর্যন্ত ভারতীয় দল ১৩৫ রানে অলআউট হয়ে যায়।

৫) বিরাট কোহলি: ৭৮* রান

World T20 Images: Kohli shines as India beats Pakistan by 8 wickets -Sports  News , Firstpost

এই তালিকায় তৃতীয় বার রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০১২ সালের T-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিনি কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান তোলে। জবাবে ভারতীয় ওপেনিং জুটি ব্যর্থ হলে বিরাট কোহলি একাই অপরাজিত ৭৮ রানের একটি ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। বল হাতেও একটি উইকেট পেয়েছিলেন তিনি।