ধোনির নেতৃত্বে খেলা এই পাঁচ ক্রিকেটার এখন আইপিএলের বিভিন্ন দলের কোচ

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে অন্যতম সেরা খেলোয়াড়। তবে তার অধিনায়কত্বের প্রশংসা না করে থাকা যায় না। আইসিসির সমস্ত বড় বড় ট্রফি গুলি ভারতীয় দলকে উপহার দিয়েছেন।

আন্তর্জাতিক হোক বা আইপিএল মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলতে পেরে এমন অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। এখন তাদের মধ্যে কিছু খেলোয়াড় বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের কোচ। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) স্টিফেন ফ্লেমিং:

IPL 2018: Coach Stephen Fleming vows CSK will be ruthless against Rajasthan Royals

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং তার সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। প্রসঙ্গত, আইপিএলের প্রথম মরসুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ধোনির নেতৃত্বে। ফ্লেমিং ১০ ম্যাচে ১৯৬ রান করেন, সর্বোচ্চ স্কোর ছিল ৪৫ রান। বর্তমানে তিনি এই দলেরই কোচ পদে রয়েছেন।

২) মাইকেল হাসি:

Come on, it's just two innings' – Mike Hussey rubbishes talk about Dhoni's form

চেন্নাই সুপার কিংসের সেরা ব্যাটসম্যান ছিলেন মাইকেল হাসি। ২০১০ ও ২০১১ মরশুমে সিএসকে শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অবসর নেওয়ার পরেই ধোনির অধীনে খেলা এই ক্রিকেটার সিএসকে দলের কোচ হয়েছিলেন।

৩) লক্ষ্মীপতি বালাজি:

MS Dhoni's captaincy changed perception of leadership among captains: Lakshmipathy Balaji | Cricket News - Times of India

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজি সিএসকে ও পাঞ্জাবের হয়ে ৭০টি আইপিএল ম্যাচে ৭৬টি উইকেট নিয়েছেন। ধোনির নেতৃত্বে খেলা এই বোলার ২০১৮ সালে সিএসকে দলের বোলিং কোচ হন। জাতীয় দলের হয়েও তিনি কয়েকটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন।

৪) ব্রেন্ডন ম্যাকুলাম:

Chennai Super Kings' McCullum asserts: 'Sacred' Test cricket must be protected - Rediff Cricket

ব্রেন্ডন ম্যাককালামের আইপিএল শুরুটা হয়েছিল কেকেআরের হাত ধরেই এবং প্রথম ম্যাচেই দুর্ধর্ষ একটি সেঞ্চুরি (১৫৮ রান) হাঁকিয়েছিলেন। কয়েকটি মরশুম পরে তিনি বাদ পড়েন। এরপর ধোনির অধীনে সিএসকে দলের হয়ে খেলেন। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্স দলে প্রধান কোচের ভূমিকায় রয়েছেন।

৫) ওয়াসিম জাফর:

Hey MS, who picked this team?: Wasim Jaffer trolls ICC for picking only three frontline bowlers in the T20I team of the decade

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বিত্তশালী ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেও দুর্ভাগ্যক্রমে তিনি ব্যর্থ হন। যেখানে তাকে ধোনির অধিনায়কত্বে খেলতে দেখা গিয়েছিল, বর্তমানে ওয়াসিম জাফর আইপিএল দল পাঞ্জাব কিংসের কোচের পদে রয়েছেন।