ওয়ানডেতে একটানা সর্বোচ্চ ‘ম্যান অব দ্য ম্যাচ’-র পুরস্কার জিতেছেন এই ৫ ক্রিকেটার

আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা ধারাবাহিক পারফর্ম করার জন্য নিরলস চেষ্টা করেন। প্রতিটি ম্যাচ শেষের পর সেরা পারফর্ম করা খেলোয়াড়কেই ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়। তবে খুব কম জনই তাদের ধারাবাহিকতার মাধ্যমে একটানা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একটানা সবচেয়ে বেশিবার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছেন। এবার দেখে নেওয়া যাক:

১) সৌরভ গাঙ্গুলী: ৪ বার

‘প্রিন্স অফ কলকাতা’ সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে একটানা সবচেয়ে বেশি বার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছেন। ১৯৯৭ সালে সাহারা কাপে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা ৪ বার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এই সিরিজে সৌরভ গাঙ্গুলী ১৫টি উইকেট নেওয়ার পাশাপাশি ২২২ রান করে ম্যান অব দ্যা সিরিজও হয়েছিলেন।

২) মোহিন্দর অমরনাথ: ৩ বার

কিংবদন্তি খেলোয়াড় মোহিন্দর অমরনাথ ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। ওই বিশ্বকাপ টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালে তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এরপর পাকিস্তানের বিপক্ষে আরও একটি ওয়ানডে ম্যাচে তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন ও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

৩) অরবিন্দ ডি সিলভা: ৩ বার

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি এক টানা ৩ বার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কৃতিত্ব দুইবার অর্জন করেছেন। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এর পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিনি তার ম্যাজিক্যাল পারফরম্যান্স দিয়ে টানা ৩ বার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছিলেন।

৪) গ্যারি কারস্টেন: ৩ বার

প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কারস্টেন ২০১১ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় তিনিও টানা তিনটি ওয়ানডে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছিলেন। ১৯৯৬ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর তিনটি ম্যাচে ৩ বারই ম্যাচসেরার পুরস্কার জেতেন।

৫) গ্রাহাম গুচ: ৩ বার

ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার গ্রাহাম গুচও ওয়ানডেতে একটানা তিন বার ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ১৯৮৭ সালে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম গুচ প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ সেরার কৃতিত্ব অর্জন করেন।