Cricket
আইপিএলে যে পাঁচ জন ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন
চলতি আইপিএল লিগ এর ১৩ তম আসরে দুইবার ৯৯ রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ব্যাঙ্গালোরের বিরুধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ঈশান কিশান মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করে প্রচণ্ড হতাশ হয়েছিলেন। এদিনও একই ছবি ফুটে উঠল ক্রিস গেলের চেহারায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৩ বলে ৯৯ রানে জোফরা আর্চারের বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। যদিও গেইলের এই লড়াকু ইনিংস কোন কাজে আসেনি, খুব সহজেই ম্যাচটি জিতে নেয় রাজস্থান।
হ্যাঁ, এটা সত্যি যে কোন ব্যাটসম্যানের পক্ষে কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকের প্রতিবেদনে রয়েছে, আইপিএলের ইতিহাসে যে পাঁচ জন ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –
১) সুরেশ রায়না: ৯৯ *বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৩
আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রায়না ২০১৩ সালে এসআরএইচ-এর বিরুদ্ধে তার দল চেন্নাই সুপার কিংসকে প্লে-অফে পৌঁছে দিতে ৯৯* রানের ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। ইনিংসের শেষ বলে শতরান ছুঁতে ৫ রানের দরকার পড়ে, তিনি চার মেরে ৫২ বলে ৯৯* রানে অপরাজিত থাকেন।
২) বিরাট কোহলি: ৯৯ বনাম দিল্লি ডেয়ারডেভিলস, ২০১৩
রায়নার ঠিক মাত্র ২ দিন পরে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিও ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১৬ তম ওভারে আরসিবির রান ছিল ১০৬/৩। এরপর বিরাট কোহলি ব্যাট হাতে জ্বলে ওঠেন এবং আরসিবির মোট রান হয় ১৮৩। কিন্তু শেষ পর্যন্ত ২ রান নিতে যাওয়ার সময় ৯৯ রানে রান আউট হয়ে যান। তার এই ইনিংসে সাজানো ছিল ১০টি চার এবং ৪টি ছক্কা।
৩) ক্রিস গেইল: ৯৯* বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০১৯/ ৯৯ বনাম রাজস্থান রয়্যালস, ২০২০
https://twitter.com/__ankit_____/status/1322211189586186240?s=08
আইপিএলের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইবার ৯৯ রানে থামতে হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা ক্রিস গেইলকে। এদিন তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৯ রানে আউট হয়ে ফিরে যান। গত মরশুমেও তিনি আরসিবির বিরুদ্ধে ৬৪ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। যদিও এর আগে তিনি ৬ বার শতরানের গণ্ডি পার করেছেন।
৪) পৃথ্বী শ: ৯৯ বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০১৯
দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শও এই তালিকায় সামিল হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে তিনি ১২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৯৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন। দুর্ভাগ্যবশত জয়ের দৌড় গোড়ায় তিনি আউট হয়ে যান। ম্যাচটি সুপার ওভার হলে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে দিল্লি ক্যাপিটালস।
৫) ঈশান কিশান: ৯৯ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০২০
চলতি আইপিএলের গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ২০২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলে প্রথম ১০ ওভারে মাত্র ৫৬ রান তোলে। এরপরে আতশবাজি শুরু করে ঈশান কিষান ও কায়রন পোলার্ড। এই বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান মাত্র ৫৮ বলে ৯৯ রানের মূল্যবান ইনিংস খেলে তার দলকে জয়ের মুখে এনে দেন। শেষ দুই বলে ৫ রানের দরকার থাকলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন তিনি। তার এই ইনিংসে সাজানো ছিল ২টি চার ও ৯টি ছক্কা। শেষ পর্যন্ত ম্যাচটি সুপার ওভারে গড়ালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ী হয়।
