চোখের ধাঁধা: ছবিটি দেখে বলুন বিড়ালটি সিঁড়ি বেয়ে নামছে না উঠছে! ৯০% মানুষ ব্যর্থ

এটি একটি পুরনো ছবি, যা অপটিক্যাল ইল্যুশন এর একটি নিখুঁত উদাহরণ হতে পারে। সম্প্রতি ছবিটি ইন্টারনেটে ফের ভাইরাল হয়েছে। ছবিটিকে এমন ভাবে দেখানো হয়েছে যেখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হয়ে মানুষের মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করেছে। কেউ বলেছেন বিড়ালটি সিঁড়ি দিয়ে নামছে আবার কেউ বলেছেন সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছে।

এদিকে দার্শনিকভাবে অনেকেই লিখেছেন, বিড়ালটি একই সময়ে দুই দিকে যাত্রা করছে। কিন্তু ঘটনাটা আসলে কি জানতে গেলে ভালোভাবে বুঝতে হবে সিঁড়িটির গতি-প্রকৃতি।

Image

বিড়ালটির এই ছবিটির সর্বপ্রথম ২০১৫ সালে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এটি ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করে চলেছে। আর এই জাতীয় ছবিগুলি মানুষেরা সমাধান করতে বেশ পছন্দ করেন। যদিও বেশিরভাগ সময় তারা ব্যর্থ হয়।

আপনি যদি ছবিটি ভালোভাবে লক্ষ্য করেন, সিঁড়ি দিয়ে বিড়ালটি নেমে আসছে। আসলে বিড়ালটির মাথার দিকে খানিকটা উঁচু অংশ রয়েছে, যা থেকে প্রমাণ হয় এগুলি সিঁড়ির তলদেশকে চিহ্নিত করছে। বিড়ালের বাঁ থাবাটি পরবর্তী সিড়িতে নামার অপেক্ষায় রয়েছে আর ডান থাবাটি উদ্যত পরের সিঁড়িটিতে।

Image

এমনকি সিঁড়ির পাশের দিকে যে ছায়া পড়েছে তা থেকেও বোঝা যায়, আলো উপর দিকে রয়েছে এবং ছবিটি নিচের দিক থেকে তোলা হয়েছে।