ভারতীয় অবিবাহিত ক্রিকেটারদের নিয়ে গঠিত হলো সেরা একাদশ; কে হলেন অধিনায়ক

ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারের কোনও অভাব নেই। এই ক্রিকেটাররা সাধারণত সাফল্য পাওয়ার পরেই জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নেন। তবে এই মুহূর্তে বেশকিছু অবিবাহিত ক্রিকেটার রয়েছেন যারা সীমিত ওভারের খেলায় দুর্দান্ত পারফর্ম করছেন এবং ভবিষ্যতে বড় তারকা হতে চলেছেন। আজকাল সেরা একাদশ বেছে নেওয়া একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। তাই এই প্রতিবেদনে অবিবাহিত ভারতীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত হলো সেরা একাদশ। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

এই বিশেষ তালিকায় ওপেনিংয়ের দায়িত্বে রয়েছেন পৃথ্বী শ ও ঈশান কিশান। উভয়ই সীমিত ওভারের খেলায় আক্রমনাত্মক ব্যাটিং করার জন্য পরিচিত। পৃথ্বী শ আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঈশান কিশান প্রতিনিয়ত নিজেকে উন্নতি করে চলেছেন ও ২০২২ আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হন।

মিডল অর্ডারের দায়িত্বে রয়েছেন কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্থ। বর্তমান ভারতীয় দলের মিডল অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ার শ্রেয়াস আইয়ার। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা কেএল রাহুল যেকোন পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এরপর অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন ঋষভ পান্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করছেন এবং ব্যাটসম্যান হিসেবে তিনি কতটা আক্রমনাত্মক হতে পারেন তা সকলেরই জানা।

অলরাউন্ডারের তালিকায় ভেঙ্কটেশ আইয়ার ও দীপক চাহারকে রাখা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন তিনি এবং তার অলরাউন্ডার পারফর্ম দিয়ে সকলের নজর কেড়েছিলেন। কেকেআরের এই ওপেনারের আক্রমনাত্মক ব্যাটিং করার পাশাপাশি বল হাতে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। এদিকে দীপক চাহারও তার অসাধারণ সুইং বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। এছাড়া ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ। চোটের কারণে তিনি চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন।

বোলিং বিভাগে রয়েছেন শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই ও মোহাম্মদ সিরাজ যারা ভিন্ন ভিন্ন আইপিএল দলের হয়ে খেলছেন ও আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কুলদীপ যাদব একমাত্র ভারতীয় বোলার যার দুটি আন্তর্জাতিক হ্যাটট্রিক রয়েছে। এছাড়াও আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। এই তালিকায় উমরান মালিক অন্তর্ভুক্ত হতে পারতেন কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি। তবে তাঁর গতি দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। 

□ অবিবাহিত ভারতীয় ক্রিকেটারের একাদশ:
পৃথ্বী শ
ঈশান কিশান
কেএল রাহুল
শ্রেয়াস আইয়ার
ঋষভ পান্থ (অধিনায়ক ও উইকেট-রক্ষক)
ভেঙ্কটেশ আইয়ার
দীপক চাহার
শার্দুল ঠাকুর
কুলদীপ যাদব
রবি বিষ্ণোই
মোহাম্মদ সিরাজ