আইপিএল সমর্থক বেছে নিলেন ১৫ সদস্যের ভারতীয় দল; কেমন হল তার T20 বিশ্বকাপ স্কোয়াড

২০২২ সালের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই সকল খেলোয়াড়দের বেছে নেবেন। শুধু ভারত নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের খেলোয়াড়রা চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সম্ভবত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দেশের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। 

এদিন আইপিএলের ৫৮তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল যেখানে দিল্লি ৮ উইকেটে জিতেছে। এই ম্যাচটি চলাকালীন হঠাৎ গ্যালারির মধ্যে দেখা যায় একজন দর্শককে যিনি পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন এবং তাতে লেখা ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল। যা মুহূর্তেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়। তবে বেশ কিছু তারকা খেলোয়াড়কে তিনি বেছে নেননি, যা অবাক করেছে।

ওই দর্শকের বেছে নেওয়া ১৫ সদস্যের দলে রয়েছেন — ভারতীয় দলে রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, রাহুল তেওয়াটিয়া, ঋষভ পান্থ, প্রসিদ্ধ কৃষ্ণা। তবে শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব বা ভুবনেশ্বর কুমারের মতো তারকাদের বেছে নেননি।

Image

উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের জন্য ভারতীয় দল গ্রুপ লীগ থেকেই বিদায় নিয়েছিল এবং আইপিএলের উপর নির্ভর করে খেলোয়াড়দের বাছাই করা টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছিল অনেকেই। সম্ভবত সেই ভুলত্রুটি শুধরে ভারতীয় ক্রিকেট বোর্ড সঠিক টিম বাছাই করবে। তবে চলতি আইপিএলে বিরাট কোহলি, রোহিত শর্মার ফর্ম নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে। অন্যদিকে ৩৭ বছর বয়সী দীনেশ কার্তিক সম্ভবত জীবনের সেরা ফর্মে রয়েছেন।