ক্রিকেটের সকল ফরম্যাটেই ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছেন এই ১৩ জন খেলোয়াড়

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া একজন খেলোয়াড়ের পক্ষে সহজ নয়। বিশেষ করে ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রাখা খেলোয়াড়কে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার সর্বাধিক ২০ বার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তিন ফরম্যাটে সর্বাধিক ১৯ বার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তবে বিশ্বের কেবল ১৩ জন খেলোয়াড়ই ক্রিকেটের সকল ফরম্যাটে ম্যান অফ দ্যা সিরিজের পুরস্কার পেয়েছেন। এবার বিস্তারিত দেখে নেওয়া যাক:

ক্রিকেটের তিন শ্রেণীর ফরম্যাটেই ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন যারাঃ

নাম টেস্ট ওয়ানডে  T20
 বিরাট কোহলি      ৩       ৯    ৭
সাকিব আল হাসান      ৫      ৭     ৪
 ক্রিস গেইল      ২      ৮     ২
 কুইন্টন ডি কক      ১       ৬     ৩
তিলকরত্নে দিলশান      ২       ৬     ২
কুমার সাঙ্গাকারা      ৪       ৫     ১
 ডেভিড ওয়ার্নার       ৪       ২     ৩
 মোহাম্মদ হাফিজ      ১        ৪      ৪
 রোহিত শর্মা       ২       ৫      ২
 স্টিভ স্মিথ      ৪       ৩      ১
শেন ওয়াটসন       ১        ৪     ২
কেভিন পিটারসেন      ২       ১     ২
ড্যানিয়েল ভেট্টোরি      ৩        ১     ১

 

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি আসার পর অনেক কিংবদন্তি খেলোয়াড়রা এই ফরম্যাটের প্রতি তেমন আগ্রহ দেখাননি। আবার অনেক খেলোয়াড়ের অবসরের সময় হয়ে এসেছিল। সুতরাং তারা টেস্ট ও ওয়ানডে মত এই ফরম্যাটে দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে পারেননি, নাহলে এই তালিকাটি অনেক দীর্ঘ হতে পারত।