Cricket
আইপিএলের প্রথম মরসুমে এই ১১ জন পাক ক্রিকেটার খেলেছিলেন
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে পাকিস্তান সহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়। কিন্তু সেই বছরেই অঘটন ঘটায় পাকিস্তান। মুম্বাইয়ের তাজ হোটেলে ২৬/১১ জঙ্গি হামলার পরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ফাটল ধরে, এর পরেই সমস্ত পাক ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়।
যদিও বর্তমানে বেশ কয়েকজন পাক বংশভূত ক্রিকেটার এই লীগের সাথে যুক্ত তবে আজকের প্রতিবেদন রয়েছে, ২০০৮ সালে যে সকল পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে অংশগ্রহণ করেছিলেন চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –
১) সোহেল তানভীর (রাজস্থান রয়্যালস)
রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই পাকিস্তানি ফাস্ট বোলার ১১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স এখনো অক্ষুন্ন রয়েছে।
২) সালমান বাট (কলকাতা নাইট রাইডার্স)
আইপিএলের প্রথম মরসুমে এই পাকিস্তানি বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছিলেন।
৩) ইউনুস খান (রাজস্থান রয়্যালস)
২০০৮ সালের আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বে এই পাকিস্তানি ব্যাটসম্যান রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন।
৪) কামরান আকমল (রাজস্থান রয়্যালস)
তিনিও ইউনুস খানের মতোই রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন।
৫) শাহিদ আফ্রিদি (ডেকান চার্জাস)
পাকিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান তথা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি আইপিএলে ডেকান চার্জাসের হয়ে খেলেছিলেন।
৬) উমর গুল (কলকাতা নাইট রাইডার্স)
এই পাকিস্তানি ফাস্ট বোলার আইপিএলের প্রথম মরশুমে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন।
৭) শোয়েব মালিক (দিল্লি ডেয়ারডেভিলস)
এই পাকিস্তানি অলরাউন্ডার শেহবাগের নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন।
৮) মোহাম্মদ আসিফ (দিল্লি ডেয়ারডেভিলস)
এই পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব মালিকের মতই দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন।
৯) মহম্মদ হাফিজ (কলকাতা নাইট রাইডার্স)
পাকিস্তানি ব্যাটসম্যান হাফিজ আইপিএলের প্রথম মরশুমে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
১০) শোয়েব আখতার (কলকাতা নাইট রাইডার্স)
বিশ্বের অন্যতম এই ফাস্ট বোলার আইপিএলের প্রথম মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে খেলেছিলেন।
আরও পড়ুনঃ এই ৫ পাকিস্তানী ক্রিকেটার এখনো আইপিএল খেলেন
১১) মিসবাহ-উল-হক (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাহ-উল-হক ২০০৮ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন।
