ব্যাটিং পজিশন অনুযায়ী আইপিএলে সর্বোচ্চ স্কোর করেছেন যে ১১ ক্রিকেটার

এই গ্রহের সবচেয়ে সেরা টি-টোয়েন্টি লীগ আইপিএল। ২০০৮ থেকে শুরু হওয়া এই লীগ ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন ও বিনোদনের একটি মাধ্যম। সীমিত ওভারের খেলায় ব্যাটসম্যানেরা যেকোনো পজিশনে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ ইনিংস খেলে দলকে জেতানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন।  

আজকের প্রতিবেদনে, আইপিএলে প্রতিটি ব্যাটিং পজিশন অনুযায়ী সর্বোচ্চ রান করেছেন যে ১১ ক্রিকেটার; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) ক্রিস গেইল: ১৭৫* রান

Chris Gayle smashes century off 30 balls, makes record 175 not out

আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ক্রিস গেইলের নামে রয়েছে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স এর বিপক্ষে ১৭৫* রানের ম্যারাথন ইনিংস খেলেন। 

২) ব্রেন্ডন ম্যাকুলাম: ১৫৮* রান

CT IPL Flashback: Brendon McCullum sets the league on fire with a blistering 158

২০০৮ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর ওপেনার ব্রেন্ডন ম্যাকুলাম বেঙ্গালুরুর বিপক্ষে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন। 

৩) এবি ডি ভিলিয়ার্স: ১৩৩* রান

Have you seen AB de Villiers and Superman in the same room? | Cricbuzz.com

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডি ভিলিয়ার্স তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি ম্যাচের সেরা পুরস্কার পান ও তার দল ৩৯ রানে জয়লাভ করে। 

৪) ঋষভ পান্থ: ১২৮* রান

Rishabh Pant's 128* highest individual score by an Indian in IPL - Sports News

২০১৮ সালে ঋষভ পান্থ চার নম্বরে ব্যাট করতে নেমে ১২৮* রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসের সাজানো ছিল ১৫টি চার ও ৭টি ছক্কা। তবুও, তার দল ৯ উইকেটে পরাজিত হয়।

৫) বেন স্টোকস: ১০৩* রান

Ben Stokes, most expensive player of IPL 10, smashes 61-ball hundred for RPS | Sports News,The Indian Express

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস তার অভিষেক আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্ট এর হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১০৩* রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন।

৬) হার্ডিক পান্ডিয়া: ৯১ রান 

IPL 2019: MS Dhoni liked my version of helicopter shot, says Hardik Pandya

২০১৯ সালে ২৩৩ রানের লক্ষ্য নিয়ে মুম্বাই ৫৮/৪ রানে ধাক্কা খায়। এরপর হার্ডিক পান্ডিয়া ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্য ৩৪ বলে ৯১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। যদিও শেষ পর্যন্ত মুম্বই ৩৪ রানে পরাজিত হয়। 

৭) আন্দ্রে রাসেল: ৮৮* রান 

inkl - Hindustan Times - IPL 2018 Chennai Super Kings vs Kolkata Knight Riders, live cricket score: KKR 202/6, Russell 88*

২০১৮ সালে সিএসকের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৮৮* রানের ঝড়ো ইনিংস খেলেন। যদিও নাইট রাইডার্স পাঁচ উইকেটে হেরে যায়। 

৮) হরভজন সিং: ৬৪ রান

IPL 8: 'I don't mind batting up the order,' says Harbhajan Singh

২০১৫ সালে পাঞ্জাবের বিপক্ষে হরভজন সিং এই পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ২৪ বলে ৬৪ রান করেছিলেন। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স ১৮ রানে পরাজিত হয়।  

৯) হরভজন সিং: ৪৯* রান

Top 5 Best Innings of Harbhajan Singh in Indian Premier League (IPL)

আইপিএল ২০১০-তে হরভজন সিং ডেকান চার্জার্সের বিপক্ষে মাত্র ১৮ বলে অপরাজিত ৪৯ রান করেছিলেন। তার এই ঝড়ো ইনিংসের জেরেই মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী হয়। 

১০) ধাওয়াল কুলকার্নি: ২৮* রান

Dhawal Kulkarni traded to MI by RR

২০১৪ সালে রাজস্থানের বোলার ধাওয়াল কুলকার্নি ১০ নম্বর নেমে সিএসকের বিপক্ষে ২৮* রানের ইনিংস খেলেছিলেন। যদিও শেষ পর্যন্ত তার দলকে জয় দিতে ব্যর্থ হন। 

১১) মুনাফ প্যাটেল: ২৩* রান

Munaf Patel celebrates the wicket of Ravindra Jadeja during match 5 of of the Pepsi Indian Premier League between The Chennai Superkings and the Mumbai Indians held at the MA Chidambaram Stadiumin

রাজস্থানের বোলার মুনাফ প্যাটেল ১১ নম্বরে ব্যাট করতে নেমে দিল্লির বিপক্ষে ২৩* রান করেছিলেন। যদিও তার দল হেরে যায় কিন্তু তিনি সবার মন জয় করেছিলেন।